লালমোহন গাঙ্গুলি

সত্যজিৎ রায়ের ফেলুদা কমিক এর একটি কমিক চরিত্র

লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু সত্যজিৎ রায়ের লেখা গোয়েন্দা সিরিজ ফেলুদার অন্যতম কমিক চরিত্র। সোনার কেল্লা গল্পে তার সাথে ফেলুদা ও তোপসের পরিচয় হয়, এরপর থেকে সবগুলো গল্পেই ফেলুদার সঙ্গী হিসেবে তাকে দেখা যায়।[১]

লালমোহন গাঙ্গুলি (জটায়ু)
ফেলুদা চরিত্র
(জটায়ু) লালমোহন গাঙ্গুলির একটি চিত্র
প্রথম উপস্থিতিসোনার কেল্লা
শেষ উপস্থিতিরয়েল বেঙ্গল রহস্য
স্রষ্টাসত্যজিৎ রায়
চরিত্রায়ণসন্তোষ দত্ত
রবি ঘোষ
অনুপ কুমার
বিভু ভট্টাচার্য
ডাকনামজটায়ু
প্রজাতিমানব
লিঙ্গপুরুষ
পেশালেখক
ধর্মহিন্দুধর্ম
জাতীয়তাভারতীয়

চরিত্রচিত্রণ সম্পাদনা

ফেলুদা সিরিজের বইগুলিতে সত্যজিৎ রায়ের আঁকা অলঙ্করণ থেকে দেখা যায়, লালমোহন গাঙ্গুলি একজন মাঝবয়সী ছোট-খাট বাঙালি ভদ্রলোক। মাথায় বিশাল টাক এবং একটি পরিপাটি গোঁফের অধিকারী। পোশাক সাধারণত ধুতি ও পাঞ্জাবী ও পায়ে চপ্পল। লালমোহন বাবু একজন জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ লেখক, "জটায়ু" ছদ্মনামে তিনি লেখালেখি করেন।[২] তার রহস্য-রোমাঞ্চ গল্পগুলোর নায়কের নাম প্রখর রুদ্র। তার রচিত বইগুলোতে মাঝে মাঝে খুবই সাধারণ ভুল থাকে, যেগুলি ফেলুদা শুধরে দেন। তার বইগুলির মধ্যে আছে সাহারায় শিহরন, দুর্ধর্ষ দুশমন, ভ্যাংকুভারে ভ্যাম্পায়ার, হন্ডুরাসে হাহাকার, লন্ডনে লন্ডভন্ড ইত্যাদি। লালমোহনবাবু তার প্রিয় কবি ও শিক্ষক বৈকুণ্ঠ মল্লিকের কবিতা প্রায়ই আওড়াতে ভালবাসেন।[১] শুভদীপ অধিকারীর লেখা 'জয়তু জটায়ু!' (প্রথম প্রকাশ ২০২০) বইটিতে ফেলুদার গল্প-উপন্যাস থেকে জটায়ু সম্পর্কিত সমস্ত তথ্য এক মলাটে সংকলিত হয়েছে।

অভিনয়ে সম্পাদনা

বিভিন্ন সময়ে সত্যজিৎ রায় ও সন্দীপ রায়ের পরিচালনায় বিভিন্ন অভিনেতা লালমোহন বাবুর চরিত্রে অভিনয় করেছেন। এদের মধ্যে সর্বপ্রথম হলেন সন্তোষ দত্ত। এছাড়া আছেন রবি ঘোষ, অনুপকুমার, বিভু ভট্টাচার্য ইত্যাদি। হিন্দি টেলিছবি 'কিসসা কাটমান্ডু কা'তে তার চরিত্রটি করেন অভিনেতা মোহন আগাসে। সম্প্রতি ফেলুদা ফেরত ওয়েব সিরিজে লালমোহন বাবুর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সত্যজিৎ রায়ের রহস্যের রস-রসায়ন"। ২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৭ 
  2. "ফেলুদা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৭ 
  3. "'ফেলুদা ফেরত'-এর ফেলু মিত্তির টোটা, ফাঁস করলেন সৃজিত"সংবাদ প্রতিদিন। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০