রিবেং ইউনি (চাকমা: 𑄢𑄨𑄝𑄬𑄁𑄃𑄨𑄅𑄪𑄚𑄨) চাকমা লিপি প্রদর্শনের জন্য নির্মিত একমাত্র ইউনিকোড ফন্ট। ইউনিকোডে চাকমা লিপির অবস্থান U+11100 থেকে U+1114F পর্যন্ত। চাকমা ভাষায় 'রিবেং' শব্দের অর্থ গাছের মূল কাণ্ড আর ইউনিকোডের সংক্ষিপ্ত রূপ 'ইউনি' মিলিয়ে ফন্টটির নাম রিবেং ইউনি রাখা হয়।[১] ফন্টটি এসআইএল ওপেন ফন্ট লাইসেন্সের অধীনে প্রকাশিত।

রিবেং ইউনি
Designer(s)জ্যোতি চাকমা, সুজ মরিজ চাকমা

ফন্টটির নির্মাতা হলেন জ্যোতি চাকমা এবং সুজ মরিজ চাকমা।[১] এ কাজে তাদের সহায়তা করেন য়োহন জুরাস্কি (পোল্যান্ড)।[২] প্রথমে তারা ভাষা গবেষকদের সহায়তায় প্রাচীন চাকমা লিপিটিকে সুসংহত করে এর নাম দেন 'আলাম'। বছরখানেক চেষ্টা চালানো হয় ফন্টটিকে ইউনিকোডে রূপান্তরের জন্য। নানা পরীক্ষা-নিরীক্ষার পর তারা চাকমালিপি ইউনিকোডে রূপান্তরে সক্ষম হন এবং ফন্টটির নামকরণ করা হয় 'রিবেং ইউনি'।[১]

রিবেং ইউনি ফন্ট
হাতে লিখিত চাকমা লিপি - ফন্টটি তৈরি সময় এটি ব্যবহার করা হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'রিবেং ইউনি'তে লেখা হবে চাকমা ভাষা"কালের কণ্ঠ। ২০১২-০৬-১৮। ১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-৩১ 
  2. "RibengUni"। Typophile। ২০১২-১০-৩১। ১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-৩১ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা