রাজ চক্রবর্তী

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

রাজ চক্রবর্তী (জন্ম: ২১ ফেব্রুয়ারি, ১৯৭৫) ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক ও অভিনেতা। তিনি পশ্চিমবঙ্গের হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সফল পরিচালক। তার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত অধিকাংশ চলচ্চিত্রই ব্লকবাস্টার আখ্যা পায়।[১] এর পূর্বে তিনি ভারতীয় বাংলা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকের কাজ করেছিলেন। তিনি জি বাংলায় সম্প্রচারিত আপাতবাস্তব কৌতুক অনুষ্ঠান মীরাক্কেল-এর পরিচালক ছিলেন। রাজ জি বাংলায় সম্প্রচারিত আপাতবাস্তব প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠান ডান্স বাংলা ডান্স-এও পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি স্টার জলসায় সম্প্রচারিত আই লাফ ইউ-এ কাজ করেছিলেন।[২]

রাজ চক্রবর্তী
জন্ম (1975-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
জাতীয়তা ভারত
শিক্ষাঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, নৈহাটি
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক
কর্মজীবন২০০৮ – বর্তমান
দাম্পত্য সঙ্গী

কর্মজীবন সম্পাদনা

তিনি চলচ্চিত্রের পরিচালকের কাজে যোগদান করেন ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার-এর মাধ্যমে। নবাগত রাহুল ও নবাগতা প্রিয়াংকার অভিনয়ে নির্মিত এ ছবি খুবই বিখ্যাত হয়, বিশেষত তরুনদের কাছে। এ ছবি বিখ্যাত সুর পরিচালক জিৎ গাঙ্গুলীর সুর পরিচালনায় নির্মিত হয়। জিৎ গাঙ্গুলী এই ছবির জন্য শ্রেষ্ঠ সংগীতের পুরস্কার পায়। এই ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র অভিনয়ে প্রযোজনা প্রতিষ্ঠান
২০২০ ধর্মযুদ্ধ শুভশ্রী গাঙ্গুলী, ‌ঋত্বিক চক্রবর্তী রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রোডাকশন্স
২০১৯ প‌রিণীতা শুভশ্রী গাঙ্গুলী, ‌ঋত্বিক চক্রবর্তী
২০১৯ শেষ থেকে শুরু জিৎ, কোয়েল মল্লিক জিৎস ফিল্মওয়ার্কস প্রা. লিমিটেড
২০১৮ অ্যাডভেঞ্চারস অফ জোজো যষোজীৎ, রুদ্রনীল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৭ বলো দুর্গা মাই কি অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৭ চ্যাম্প দেব, রুক্মিণী মৈত্র, প্রিয়াঙ্কা সরকার দেব এন্টারটেনমেন্ট ভেনচার
২০১৬ অভিমান জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শুভশ্রী গাঙ্গুলী রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
২০১৫ কাটমুণ্ডু[৩] আবীর চট্টোপাধ্যায়, শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী গ্রীনটাচ এন্টারটেইনমেন্ট
২০১৫ পারবো না আমি ছাড়তে তোকে বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দর ফিল্মস
২০১৪ যোদ্ধা-দ্য ওয়ারিয়র দেব, মিমি চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪ বরবাদ বনি সেনগুপ্ত, রিতিকা সেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩ প্রলয় পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসরাজ চক্রবর্তীস প্রোডাকশনস্‌
২০১৩ কানামাছি অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত এস্‌কে মুভিজ
২০১২ বোঝেনা সে বোঝেনা সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, পায়েল সরকার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১১ শত্রু জিৎ, নুসরাত জাহান এসকে‌ মুভিজ
২০১০ দুই পৃথিবী জিৎ, দেব, কোয়েল মল্লিক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১০ লে ছক্কা দেব, পায়েল সরকার শ্যাম আগরওয়াল
২০০৯ প্রেম আমার সোহম চক্রবর্তী, পায়েল সরকার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০০৯ চ্যালেঞ্জ দেব, শুভশ্রী গাঙ্গুলী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০০৮ চিরদিনই তুমি যে আমার রাহুল ব্যানার্জী, প্রিয়াঙ্কা সরকার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

পুরস্কার সম্পাদনা

আনন্দলোক পুরস্কার সম্পাদনা

টেলিসিনে পুরস্কার সম্পাদনা

রাজনৈতিক জীবন সম্পাদনা

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি ৯ হাজার ভোটের ব্যবধানে ব্যারাকপুর কেন্দ্রে জিতেছেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Nag, Kushali (২০০৮-১২-২৬)। "A few good men"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৬ 
  2. "Bengal regional TV revolution grips everyone"। ibnlive.in.com। ২০১০-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১৪ 
  3. "স্বীকারোক্তির কাঠমান্ডু"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪ 
  4. "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা