রাকেশ আগারওয়াল (ইংরেজি: Rakesh Agrawal) একজন ভারতীয়-মার্কিন প্রকৌশলী। তিনি বর্তমানে পারডু বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের একজন অধ্যাপক।[১] তিনি কানপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ১৯৭৫ সালে ব্যাচেলর অব টেকনোলজি, ১৯৭৭ সালে ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ১৯৮০ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১১৬ টি মার্কিন প্যাটেন্ট এবং ৫০০টি আন্তর্জাতিক প্যাটেন্টের অধিকারী।

রাকেশ আগারওয়াল
২০১২ সালে রাকেশ আগারওয়াল
মাতৃশিক্ষায়তনআইআইটি কানপুর ব্যাচেলর অব টেকনোলজি ১৯৭৫
ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় M.ChE. ১৯৭৭
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি ডক্টর অব সায়েন্স ১৯৮০
পরিচিতির কারণক্রায়োজেনিক বায়ু পৃথকীকরণ
পুরস্কারন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (২০১১)
আইআরআই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০০৭)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররাসায়নিক প্রকৌশল
প্রতিষ্ঠানসমূহপারডু বিশ্ববিদ্যালয়

সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা