মেডাল অফ অনার (ইংরেজি: Medal of Honor) হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রবর্তিত ও প্রদানকৃত একটি সামরিক পুরস্কার ও সম্মাননা। এটি শুধুমাত্র মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত। দায়িত্ব প্রদান কালে নিজের জীবনের তোয়াক্কা না করে, দায়িত্বের স্বার্থে, যুক্তরাষ্ট্রের শত্রুর বিপক্ষে বীরোচিত লড়াই করার পুরস্কার স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। মার্কিন সরকারের পরিভাষায় এই সম্মাননা প্রদানের শর্ত হচ্ছে, "conspicuously by gallantry and intrepidity at the risk of his or her life above and beyond the call of duty while engaged in an action against an enemy of the United States."[১][২] পুরস্কারটির এ ধরনের বৈশিষ্ট্যের জন্য প্রায় সময়ই এটি মরোণত্তর হিসেবে প্রদান করা হয়।

মেডাল অফ অনার

From left,
the Army, Navy/Marine Corps/Coast Guard, and Air Force medals
পুরস্কারদাতা দেশ the আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র
ধরন Single-grade neck order
যোগ্যতা Military personnel only
পুরস্কৃত হওয়ার কারণ "[Conspicuous] gallantry and intrepidity at the risk of his or her life above and beyond the call of duty while engaged in an action against any enemy of the United States; while engaged in military operations involving conflict with an opposing foreign force; or while serving with friendly foreign forces engaged in an armed conflict against an opposing armed force in which the United States is not a belligerent party."[১][২]
মর্যাদা Currently awarded
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১২ই জুলাই, ১৮৬২
প্রথম পুরস্কৃত মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ
শেষ পুরস্কৃত ১৭ই সেপ্টেম্বর, ২০০৯
সর্বমোট পুরস্কৃত 3,465[৩]
মরনোত্তর
পুরস্কারসমূহ
৬১৮
পদকপ্রাপ্ত ৩,৪৪৬[৩]
পূর্ববর্তী
পরবর্তী (উর্ধতন) অজানা
পরবর্তী (অধীনস্থ) Army: Distinguished Service Cross
Navy: Navy Cross
Marine Corps: Navy Cross
Air Force: Air Force Cross
Coast Guard: Navy Cross
 
ribbon bar and rosette

মার্কিন সামরিক বাহিনীর সকল শাখার, সকল সদস্য এই সম্মাননা পাওয়ার সুযোগ রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বয়ং এই সম্মাননা প্রদান করেন। পুরস্কার গ্রহীতা জীবিত থাকলে তাঁকেই এটি প্রদান করা হয়, এবং যদি মরোণত্তর পুরস্কার প্রদান করা হয়, তবে এটি পুরষ্কৃতের নিকট আত্মীয়ের নিকট প্রদান করা হয়। এটির উচ্চ সম্মানজনক অবস্থানের জন্য মার্কিন অাইন অনুসারে এটিকে সুরক্ষা প্রদান করা হয়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Department of the Army (জুলাই ১, ২০০২)। "Section 578.4 Medal of Honor"Code of Federal Regulations Title 32, Volume 2Government Printing Office। জুন ২১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৭-২৩ 
  2. As amended by Act of July 25, 1963
  3. Congressional Medal of Honor Society। "MOH Stats"। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১৭ 
  4. Office of the Law Revision Counsel"18USC704(b)"US Code Collection। Cornell Law School। সংগ্রহের তারিখ ২০০৬-০৭-২০ 

বহিঃসংযোগ সম্পাদনা