মিনাংকাবাউ ভাষা (autonym: Baso Minang(kabau); ইন্দোনেশীয়: Bahasa Minangkabau) একটি অস্ট্রোনেশীয় ভাষা। এটিতে পশ্চিম সুমাত্রা, রিয়াউ-এর পশ্চিমাংশ এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে বাসরত মিনাংকাবাউ জাতের লোক কথা বলেন। এছাড়া মালয়েশিয়ার একাংশেও এটি প্রচলিত।

মিনাংকাবাউ
Baso Minangkabau
باسو مينڠكاباو
দেশোদ্ভব ইন্দোনেশিয়া,  মালয়েশিয়া
মাতৃভাষী
৮.৫ মিলিয়ন (২০১১)
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২min
আইএসও ৬৩৯-৩দুইয়ের মধ্যে এক:
min – মিনাংকাবাউ
zmi – নেগারি সেম্বিলান মালয়

মিনাংকাবাউ ও মালয় ভাষার মধ্যে ব্যাকরণিক সাদৃশ্য প্রবল বলে অনেকে এটিকে মালয়ের একটি উপভাষা হিসেবে গণ্য করেন।

সাহিত্য সম্পাদনা