মাধ্যম (ইংরেজি: Media) বা মিডিয়া পরিভাষাটি দিয়ে যোগাযোগের সমস্ত ধরনের পন্থাকে বোঝানো হয়, যেগুলির সাহায্যে কোন বার্তার স্থানান্তর সম্ভব। এগুলি প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে।[১][২]

বেতার যন্ত্র

প্রচলিত ভাষায় মাধ্যম বা মিডিয়া বলতে সাধারণত গণমাধ্যম (ইংরেজি Mass media) বোঝানো হয়, যার সাহায্যে দ্রুত বিপুলসংখ্যক জনগণের সাথে যোগাযোগ স্থাপন করা যায়।

বর্তমান যুগে প্রধান প্রধান মাধ্যমগুলি হল:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "What is media? definition and meaning"BusinessDictionary.com। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. Cory Janssen। "What is Communication Media? - Definition from Techopedia"Techopedia.com