ভাস্কো স্পোর্টস ক্লাব

ভারতীয় ফুটবল ক্লাব

এনআরবি ভাস্কো স্পোর্টস ক্লাব ভারতের গোয়ার একটি ফুটবল দল। দলটি বর্তমানে ভারতীয় ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তর আই-লিগ দ্বিতীয় ডিভিশনে খেলছে।

ভাস্কো স্পোর্টস ক্লাব
পূর্ণ নামএনআরবি ভাস্কো স্পোর্টস ক্লাব
প্রতিষ্ঠিত১৯৫১
মালিকএনআরবি গ্রুপ
সভাপতিমারিও লেইতাও
ম্যানেজারসুব্রত ভট্টাচার্য
লিগআই-লিগ দ্বিতীয় ডিভিশন
২০১৩আই-লিগ দ্বিতীয় ডিভিশন, ৩য়
বর্তমান মৌসুম

ইতিহাস সম্পাদনা

১৯৫১ সালে, গোয়ার ভাস্কো ডা গামা বন্দর শহরের অধিবাসীরা ক্লুব দে দেস্পরতস ভাস্কো ডা গামা (Clube de Desportos Vasco da Gama) নামে একটি ক্লাব গঠন করে।

বিখ্যাত ব্রাজিলীয় ক্লাব ক্লাব ডি রেগাতাস ভাস্কো ডা গামা নামে এর নামকরণ করা হয়, এবং অনুরূপ রং এটি গৃহন করে। বর্তমানের তিলক ময়দান স্টেডিয়ামে খেলোয়াড়গণ অনুশীলন করত। পরবর্তীতে এর কাছাকাছি একটি ক্লাব ঘর নির্মিত হয়েছিল, যা আজও দাঁড়িয়ে আছে।

স্পন্সরশীপ সম্পাদনা

ভাস্কো স্পোর্টস ক্লাবের নতুন প্রধান পৃষ্ঠপোষক স্থানীয় এনআরবি গ্রুপ এবং দল এখন এনআরবি ভাস্কো হিসাবে পরিচিত হবে। প্রাথমিক চুক্তি এক বছরের হবে বলে এনআরবির ব্যবস্থাপনা পরিচালক নারায়ণ বান্দেকার ঘোষণা করে। আশা করা হচ্ছে এটি ক্লাবটিকে দ্বিতীয় বিভাগ থেকে আই-লীগের জন্য যোগ্যতা অর্জন করতে সাহায্য করবে।

স্টেডিয়াম সম্পাদনা

ভাস্কো এসসি তাদের আই-লীগের খেলায় বর্তমানে গোয়ায় মারগাওতে অবস্থিত ফাতোরদা স্টেডিয়াম ব্যবহার করে।

খেলোয়াড় সম্পাদনা

বর্তমানে প্রথম দল সম্পাদনা

২৩ আগস্ট ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[১]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   Francis Fernandes
গো   Vikhram Singh
গো   Nitesh Gosavi
গো   Vatsal
  Freehauf Fernandes
  Surjit Singh
  Agnelo Barreto
  Savio Quadros
  Naveen Mendes
  Amar Halankar
  Don Fernandes
নং অবস্থান খেলোয়াড়
  Jose Colaco
  Aiken Dias
  Manuel Costa
  Hari Parab
  Quan Gomes
  Allen Fernandes
  Jaison Dias
  Gaurish Naik
  Jerose Oliveira
  Semson Fernandes
  Deepak Kumar
  Aniston Fernandes

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Vasco Sports Club look to recreate old magic"OHeraldo.in। ২৪ আগস্ট ২০১৪। ২৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা