বেভারলি হিল্‌স হাই স্কুল

বেভারলি হিল্‌স হাই স্কুল (ইংরেজি: Beverly Hills High School), যা সংক্ষেপে বেভারলি বা বিএইচএইচএস নামে পরিচিত। এটি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিল্‌সের একটি নামকরা পাবলিক বিদ্যালয়। বেভারলি হিল্‌সে আরেকটি পাবলিক উচ্চ বিদ্যালয় হচ্ছে মরেনো হাই স্কুল, যা বেভারলি হিল্‌স স্কুলেরর ক্যাম্পাসের ভেতরেই অবস্থিত, এবং এটির একটি অংশ।

বেভারলি হিল্‌স হাই স্কুল
ঠিকানা
মানচিত্র
২৪১ মরেনো ড্রাইভ

বেভারলি হিল্‌স
,
৯০২১২

তথ্য
ধরনপাবলিক উচ্চ বিদ্যালয়
নীতিবাক্যToday Well Lived
প্রতিষ্ঠাকাল১৯২৭
বিদ্যালয় জেলাবেভারলি হিল্‌স হাই স্কুল ডিসট্রিক্ট
অধ্যক্ষJoseph Guidetti
অনুষদ100.4 (on FTE basis)[১]
শ্রেণী৯-১২
ভর্তি2,368 (as of 2005–06)[১]
ছাত্র-শিক্ষক অনুপাত23.5[১]
রংকালো, কমলা, ও সাদা
ডাকনামNormans
সংবাদপত্রHighlights
বর্ষপুস্তকWatchtower
তথ্য310-229-3685
ওয়েবসাইটSchool website

বেভারলি, বেভারলি হিল্‌স ইউনিফায়েড স্কুল ডিসট্রিক্টের অন্তর্গত। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের পশ্চিম পার্শ্বের সীমান্তবর্তী সেঞ্চুরি সিটিতে প্রায় ১৯.৫ একর জায়গা নিয়ে স্কুলটি গঠিত। স্কুলের জায়গাটি আগে বেভারলি হিল্‌স স্পিডওয়ের অন্তর্গত ছিলো, যা ১৯২৪ সালে বন্ধ করে দেওয়া হয়। আর বেভারলি হিল্‌স স্কুলটির প্রতিষ্ঠা হয় ১৯২৭ সালে। স্কুল ভবনটির স্থপতি ছিলেন রবার্ট ডি. ফারকুহার, এবং তিনি ফরাসী নরমান্ডি ধাঁচে ভবনটির নকশা আঁকেন।

২০০৫-০৬ বছরের হিসাব অনুযায়ী এই স্কুলে পড়াশোনাকৃত শিক্ষার্থীর সংখ্যা ২,৩৬৮ এবং মোট ক্লাসরুম শিক্ষক আছেন ১০০.৪ জন। অর্থাৎ ছাত্র-শিক্ষক অনুপাত হচ্ছে ২৩.৫।[১]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা