বৃন্দাবন দাস ঠাকুর

ভারতীয় লেখক

বৃন্দাবন দাস একজন মধ্যযুগীয় এবং পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন। হালিশহর নতীগ্রামে ১৬ শতকের শুরুতে জন্ম। বর্ধমানের অন্তর্গত দেনুর গ্রামে রচিত শ্রীচৈতন্যদেবের জীবনী চৈত্যন্যভাগবত সবচেয়ে পুরোনো যা বৈষ্ণব সমাজে বেদব্যাস হিসাবে বিখ্যাত।[১] তার রচিত গোপিকামোহন কাব্যও বৈষ্ণব সমাজের আদরের বস্তু। তিনি কৃষ্ণকর্ণামৃতটীকা, নিত্যানন্দযুগলাষ্টক, রসকল্পসারস্তব, রামানুজগুরু-পরম্পরা প্রভৃতি কয়েকটি সংস্কৃত কাব্য রচনা করে যশ লাভ করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বৃন্দাবন দাস - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০১-২২ 
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বালবেটা সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৫০১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬