বুরহানউদ্দিন রব্বানী

আফগানিস্তানের প্রেসিডেন্ট

বুরহানউদ্দিন রব্বানী (ফার্সি: برهان الدين رباني (জন্মঃ ১৯৪০ - মৃত্যুঃ ২০ সেপ্টেম্বর, ২০১১) আফগানিস্তানের প্রেসিডেন্ট। তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১ম মেয়াদে এবং ২০০১ সালে ২য় মেয়াদে আফগান রাষ্ট্রপ্রধান ছিলেন।[১] ২০০১ সালে তালিবান সরকার পতনের পর তিনি কাবুলে ফিরে আসেন এবং নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০০১ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর হামিদ বন আন্তর্জাতিক সম্মেলনে হামিদ কারযাই প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলে তিনি ক্ষমতা হস্তান্তর করেন।[২] বুরহানউদ্দিন রব্বানী "জমিয়তে ইসলাম আফগানিস্তানের" প্রতিষ্ঠাতা নেতা ছিলেন।

বুরহানউদ্দিন রব্বানী
আফগানিস্তানের প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
১৩ নভেম্বর, ২০০১ – ২২ ডিসেম্বর, ২০০১
প্রধানমন্ত্রীরবন এ. জি. ফারহাদী
পূর্বসূরীমোহাম্মদ ওমর
উত্তরসূরীহামিদ কারজাই
কাজের মেয়াদ
২৮ জুন, ১৯৯২ – ২৭ সেপ্টেম্বর, ১৯৯৬
প্রধানমন্ত্রীআব্দুল সবুর ফরিদ কোহিস্তানী
গুলবুদ্দীন হেকমতিয়ার
আরসালা রাহমানী
আহমদ শাহ আহমাদজাই
পূর্বসূরীসিবঘাতুল্লাহ মোজাদ্দেদী
উত্তরসূরীমোহাম্মদ উমর
President of the Northern Alliance
কাজের মেয়াদ
২৭ সেপ্টেম্বর, ১৯৯৬ – ১৩ নভেম্বর, ২০০১
প্রধানমন্ত্রীগুলবুদ্দীন হেকমাতিয়ার
আব্দুল রহিম গফুরজাঈ
রবন এ. জি. ফারহাদী
পূর্বসূরীPosition established
উত্তরসূরীPosition abolished
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪০
বাদাখসান প্রদেশ, আফগানিস্তান রাজতন্ত্র
মৃত্যু২০ সেপ্টেম্বর ২০১১ (বয়স ৭০–৭১)
কাবুল, আফগানিস্তান
রাজনৈতিক দলজামিয়াত-ই ইসলামী
প্রাক্তন শিক্ষার্থীকাবুল বিশ্ববিদ্যালয়
আল-আজহার বিশ্ববিদ্যালয়
ধর্মসুন্নী, ইসলাম

শৈশবের বছরগুলোয় সম্পাদনা

১৯৪০ সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে রব্বানী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ ইউসুফ। তিনি একজন তাজিক জনগোষ্ঠীর অধিবাসী ছিলেন।

হত্যাকাণ্ড সম্পাদনা

২০ সেপ্টেম্বর, ২০১১ সালে বুরহানউদ্দিন রব্বানী নিহত হন। একদল তালিবান প্রতিনিধির সাথে নিজ বাড়ীতে আলাপ-আলোচনার সময় আত্মঘাতী বোমা হামলায় তিনি মারা যান। দু'জন তালিবান তার সাথে হাত মেলানোর সময় এ নির্মম ঘটনাটি ঘটে। তাদের মধ্য থেকে কমপক্ষে একজন পাগড়ীতে লুকায়িত বোমা বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে তাকে হত্যা করে। [৩][৪]

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ন্যাটো নেতৃবৃন্দ বুরহানউদ্দিন রব্বানী'র হত্যকাণ্ডে শোক প্রকাশ ও নিন্দাজ্ঞাপন করেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rabbani's Afghan comeback"BBC News। ২০০১-১১-১৪। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১০ 
  2. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1656013.stm
  3. "Former Afghan president assassinated"Aljazeera English। ২০১১-০৯-২০। সংগ্রহের তারিখ ২০১১-০৯-২০ 
  4. "Turban bomb kills key Afgan political leader"CNN। ২০১১-০৯-২০। ২০১৯-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-২১ 
  5. http://www.defense.gov//News/NewsArticle.aspx?ID=65391

বহিঃসংযোগ সম্পাদনা