বিজনেস লজিক হলো একটি অকারিগরি পরিভাষা যা ডেটাবেস ও ইউজার ইন্টারফেসের মধ্যে তথ্য পরিবৃত্তি (বিনিময় বা আদান-প্রদান) করতে একটি ফাংশানাল অ্যালগোরিদম বর্ণনা করে। সহজ ভাষায় এটি একটি অ্যালগোরিদম বা সাজানো নিয়ম-সমষ্টি যেটির মাধ্যমে ডেটাবেস থেকে ডেটা নিয়ে (কোয়েরী করে বা ভ্যালিডিটি যাচাই করে) ইউজারের সামনে উপস্থাপন করে। বিজনেস লজিকের কতগুলো নিদিষ্ট (ধারাবাহিক) ধাপ রয়েছে যা তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে।

বিজনেস লজিকের পরিব্যপ্তি সম্পাদনা

বিজনেস লজিক যা পারে/করে

  • বিজনেস লজিক বাস্তব জীবনের উপযোগী মডেল (বিজনেস অবজেক্ট) তৈরি করে।
  • বিজনেস অবজেক্টগুলো কীভাবে নিজেদের মধ্যে ক্রিয়া করবে বিজনেস লজিক তার বর্ণনা করে।

বিজনেস লজিকের গঠন সম্পাদনা

বিজনেস লজিকে দুটি জিনিস থাকেঃ

  • কতগুলো বিজনেস রুলস
  • একটি কার্যধারা (ওয়ার্কফ্লো)

রেফারেন্স তালিকা সম্পাদনা

আরো পড়ুন সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা