বড় ধলাকপাল রাজহাঁস

পাখির প্রজাতি

বড় ধলাকপাল রাজহাঁস (বৈজ্ঞানিক নাম: Anser albifrons) বা সাদাকপাল রাজহাঁস Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Anser (আন্সের) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির বড় আকারের রাজহাঁস।[২][৩] পাখিটি ইউরোপউত্তর আমেরিকার আবাসিক পাখি হলেও শীতকালে বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণদক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিযান করে। ১৯৯৩ সালে ঢাকা বিভাগের আরিচায় একবারমাত্র এই পাখিটি রেকর্ড করা হয়েছে।[৩] বড় ধলাকপাল রাজহাঁস বৈজ্ঞানিক নামের অর্থ সাদাকপাল রাজহাঁস (লাতিন: anser = রাজহাঁস , albus = সাদা, frons = কপাল)।[৩] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ১৫ লক্ষ ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৪] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]

বড় ধলাকপাল রাজহাঁস
Anser albifrons
Anser albifrons albifrons, যুক্তরাজ্য
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
মহাবর্গ: গ্যালোয়ানসেরাই
বর্গ: আন্সেরিফর্মিস
পরিবার: অ্যানাটিডি
উপপরিবার: Anserinae
গোত্র: Anserini
গণ: Anser
প্রজাতি: A. albifrons
দ্বিপদী নাম
Anser albifrons
(স্কোপোলি, ১৭৬৯)
উপপ্রজাতি
  • A. a. albifrons
    ইউরোপীয় ধলাকপাল রাজহাঁস (স্কোপোলি, ১৭৬৯)
  • A. a. frontalis
    প্রশান্ত ধলাকপাল রাজহাঁস (Baird, 1858)
  • A. a. gambeli
    গ্যাম্বলের ধলাকপাল রাজহাঁস (Hartlaub, 1852)
  • A. a. elgasi
    তুল রাজহাঁস (Delacour & Ripley, 1975)(বিতর্কিত)
  • A. a. flavirostris
    গ্রীনল্যান্ড ধলাকপাল রাজহাঁস (Dalgety & (Scott, 1948)
প্রতিশব্দ

Branta albifrons স্কোপোলি, ১৭৬৯

Anser albifrons

বড় ধলাকপাল রাজহাঁস আকারে ছোট ছোট ধলাকপাল রাজহাঁসের (A. erythropus) সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই প্রজাতিটির ঠোঁটের উপরিভাগে একটি বিশেষ সাদা ছোপ থাকার কারণে এর এমন নাম হয়েছে। এছাড়া এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল দেহতলে (বিশেষত পেটে) সাদার উপর অনিয়মিত কালো কালো দাগ। এ কারণে উত্তর আমেরিকায় এ প্রজাতিটিকে অনেকসময় আঁশটেপেট (Specklebelly) নামে ডাকা হয়।[৫]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Anser albifrons"The IUCN Red List of Threatened Species। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩ 
  2. রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ১১৭। আইএসবিএন 9840746901 
  3. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৪–১৫। 
  4. "Greater White-fronted Goose Anser albifrons"BirdLife International। ২০১৪-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৮ 
  5. "Ducks Unlimited, July/August 2011"। Ducks.org। সংগ্রহের তারিখ ২০১৩-০২-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা