ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী

স্যার ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স একজন ইংরেজ প্রাণরসায়নবিদ। ভিটামিন আবিষ্কারের জন তিনি ১৯২৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [২] তিনি ট্রিপ্টোফ্যান নামক এমিনো এসিডও আবিষ্কার করেন। তিনি ১৯৩০ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। [৩] তিনি হপকিন্স সাসেক্সে জন্মগ্রহণ করেন।

স্যার ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স
জন্ম(১৮৬১-০৬-২০)২০ জুন ১৮৬১
মৃত্যু১৬ মে ১৯৪৭(1947-05-16) (বয়স ৮৫)
জাতীয়তাযুক্তরাজ্য
মাতৃশিক্ষায়তনকিংস কলেজ লন্ডন
গাইস হাসপাতাল
পরিচিতির কারণভিটামিন, ট্রিপ্টোফ্যান, glutathione
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৯)
রয়েল মেডেল (১৯১৮)
কপলি মেডেল (১৯২৬)
অর্ডার অব মেরিট (১৯৩৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাথমাস স্টিভেনসন
ডক্টরেট শিক্ষার্থীJudah Hirsch Quastel
Malcolm Dixon
অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষার্থীJ.B.S. Haldane

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা