ফ্রাঞ্চেসকো পেত্রারক

১৪ শতকের ইতালিয়ান পণ্ডিত ও কবি

ফ্রাঞ্চেসকো পেত্রারক (আরেজজো, ২০শে জুলাই ১৩০৪ - আরকুয়া, ১৯শে জুলাই ১৩৭৪) একজন লেখক, কবি এবং মনুষ্যত্ব নবজাগরণ ছিলেন। পেত্রারককে প্রায়ই "মানবতন্ত্রের পিতা" বলা হয়।[১] পেত্রারক (জিওভান্নি বোক্কাচ্চো এবং বিশেষভাবে দান্তে আলিগিয়েরি) কাজের উপর ভিত্তি করে ১৬শ শতাব্দীতে, পিয়েত্রো বেম্বো আধুনিক ইতালীয় ভাষা তৈরি করেছেন। পেত্রারকর বিশ্বজনীন পরিচিত লেখা হচ্ছে কানসোনিয়েরে

ফ্রাঞ্চেসকো পেত্রারক
জন্ম(১৩০৪-০৭-২০)২০ জুলাই ১৩০৪
আরেজজো
মৃত্যু১৯ জুলাই ১৩৭৪(1374-07-19) (বয়স ৬৯)
আরকুয়া পেত্রারকা
পেশাRenaissance humanist
জাতীয়তাইতালীয়
সময়কালEarly Renaissance

তথ্যসূত্র সম্পাদনা

  1. অনেক জনপ্রিয় উদাহরণ আছে, কারলো কুইল্লেনের Rereading the Renaissance একটি সাম্প্রতিক এই পর্যালোচনাটির ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১২ তারিখে জন্য।

বহিঃসংযোগ সম্পাদনা