ফেনেক শেয়াল বা মরু শেয়াল এক ধুরনের ছোট ক্রেপাসকুলার প্রাণী। সাহারা মরুভূমিতে এই শেয়াল পাওয়া যায়। উত্তর আফ্রিকার জলহীন অঞ্চলে এটি অভিযোজিত হয়েছে। এই প্রাণী পোষ মানে। এই শেয়াল আলজেরিয়ার জাতীয় প্রাণী।এই প্রাণীর আয়ু ১২ বছর । এই প্রাণী ঈগল পেচার শিকার হয়।

ফেনেক শেয়াল
Vulpes zerda
ফেনেক শেয়াল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: সরীসৃপ
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: শ্বাপদ বর্গ
পরিবার: Canidae
গণ: Vulpes
প্রজাতি: V. zerda
দ্বিপদী নাম
Vulpes zerda
(Zimmermann, 1780)
Natural range shown in red

আকার সম্পাদনা

এর ওজন ১ কেজির মত। এটি ৮ ইনচি লম্বা।

খাদ্য সম্পাদনা

এই প্রাণী সর্বভুক।

জনন সম্পাদনা

এই প্রাণী জানুয়ারীর দিকে মিলিত হয়। জন্ম হয় মার্চের দিকে।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Asa CS, Valdespino C, Cuzin F, de Smet K & Jdeidi T (2008). Vulpes zerda. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 2 December 2008.