ফিলিপ কোটলার (ইংরেজি: Philip Kotler), (জন্ম: ২৭ মে, ১৯৩১) শিকাগোতে জন্মগ্রহণকারী একজন মার্কিন বিপণন বিশেষজ্ঞ। তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট বই ছাড়াও আরও বিভিন্ন গ্রন্থের লেখক। তিনি এস.সি. জনসন এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলোগ স্কুল অফ ম্যানেজমেন্টের ডিস্টিংগুইশ প্রফেসর।[১]

ফিলিপ কোটলার
জন্ম (1931-05-27) ২৭ মে ১৯৩১ (বয়স ৯২)
জাতীয়তামার্কিন
পেশাবিপণন অধ্যাপক এবং পরামর্শদাতা।
পরিচিতির কারণলেখক, পরামর্শক
স্বাক্ষর

বিশ্বব্যাপী করপোরেট জগতে ড. ফিলিপকে মার্কেটিং জনক হিসেবে সম্মান করা হয়। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ প্রফেসর ড. ফিলিপ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ১২টি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি লাভ করেন তিনি।[২]

১৯৯৮ সাল থেকেই প্রফেসর কোটলার বিশ্বের সেরা ৫০ জন ব্যবসায় ব্যক্তিত্বের মধ্যে অন্যতম।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Philip Kotler biography at Kellogg School of Management
  2. বিশ্বখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলার ঢাকা আসছেন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, ঢাকা থেকে প্রকাশের তারিখ:৭ জুন ২০১১ খ্রিস্টাব্দ।
  3. কোটলার ‘বিজনেস কেস বুক’-এ স্থান করে নিচ্ছে শাহ সিমেন্ট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১১ তারিখে, ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১২ জুন ২০১১ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ সম্পাদনা