নির্দেশক

নাটক নির্দেশনা দেন যে

যিনি নাটক নির্দেশনা দেন তিনি নির্দেশক। একজন নির্দেশক অভিনয় থেকে শুরু করে নাটক দর্শকের সামনে উপস্থাপন করার জন্য যা যা করা দরকার, সবই করে থাকেন। তিনি অভিনেতাদের অভিনয় পরিচালনা করেন। তিনি নাটকের অন্যান্য নেপথ্য কর্মীদের সঙ্গেও কাজ করেন। নাটকের আলো, পোশাক, অঙ্গ রচনা, পরিচ্ছদ তৈরির ক্ষেত্রে নেপথ্য কর্মীদের নির্দেশনাও দেন একজন নির্দেশক। সবার কাজগুলো সমন্বয় করেন তিনি। মূলত নির্দেশকের সিদ্ধান্তই চূড়ান্ত হয়।

ভালেন্তিন সেরভের অঙ্কিত নাট্য পরিচালক কন্সটান্টিন স্টানিস্লাভস্কির ছবি


নির্দেশকের আবির্ভাব :

আজ থেকে একশো-দেড়শো বছর আগে থিয়েটারে পরিচালক ব্যক্তিটি ছিলেন এক কল্পনার প্রতীক। পরিচালক বলতে থিয়েটারে এখন যাকে বুঝি, সে অর্থে তিনি তখন পরিচিত ছিলেন না। তখন পরিচালক বলতে বোঝাত এমন একজন লোক যিনি প্রযোজনার ক্ষেত্রে যে শৃঙ্খলা রক্ষার প্রয়োজন তা কার্যকরী করবেন, নাট্য প্রযোজনার সমস্ত কর্মকাণ্ডের তদারকী করবেন; তিনি ছিলেন একাধারে স্টেজ ম্যানেজার, কবি, প্রত্নতত্ত্ববিদ এবং পরিচ্ছদ-বিশেষজ্ঞ। অবশেষে ঊনবিংশ শতাব্দীর শেষে তিনি যখন ইয়োরোপের থিয়েটারে সত্যই হাজির হলেন, তখন, পরিচালক ব্যক্তিটি থিয়েটারে আসা মাত্র—শুধু এলেন না— এলেন তো বটেই, দেখলেন এবং জয় করলেন। এতাবৎ থিয়েটারে অভিনেতা ও নাট্যকারদের যে দৌরাত্ম্য ছিল তাদের সে অগ্রাধিকার— তিনি মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিলেন। জটিল আধুনিক থিয়েটারের কর্মকাণ্ডকে তিনি ব্যাখ্যা করলেন – যেমন করেছিলেন কবিরা এলিজাবেথীয় থিয়েটারের জীবন বা যেমন করেছিলেন অভিনেতারা তাঁদের চোখ ধাঁধানো অভিনয়ের মাধ্যমে সপ্তদশ শতাব্দীর ইয়োরোপীয় থিয়েটারে। পরিচালকের আগমনে থিয়েটারে নতুন থিয়েটারী দৃষ্টিভঙ্গির যুগ শুরু হল।

The play signifies drama, a form of literature. On stage it becomes a production. The play does not exist in the theatre as a written text; it has been absorbed in the process of production. Drama is "translated" or transformed into the person of the actor-"the body of the art of the theatre,"

খুব সহজ সরল ভাষায় বলতে গেলে বলা যায় পরিচালকের কাজ হচ্ছে মঞ্চের পরিভাষায় কোনো একখানি নাটককে অনুবাদ করা। অর্থাৎ প্রাণবন্ত অভিনেতা, শব্দ, বর্ণ, গতি প্রভৃতি দিয়ে লিখিত নাটককে স্পষ্ট, চিত্তাকর্ষক এবং উপভোগ্য করে তোলা।

যদিও প্রচলিত ধারণা আছে যে থিয়েটারে নাট্যকারের লেখা নাটককে যথাযথভাবে উপস্থাপিত করা হয়, কিন্তু সত্য এই যে কোনো থিয়েটারেই তা করা হয় না। পাঠকের দৃষ্টিতে যে চরিত্রটি স্পষ্টরেখায় অঙ্কিত, ভুল-পরিচালিত বা ভুল-অভিনীত হয়ে তা মিথ্যা হয়ে যেতে পারে। যে দৃশ্যটি পাঠকের কাছে হয়তো সবচেয়ে চিত্তাকর্ষক বলে মনে হয়েছে, সেই দৃশ্যটিই উপযুক্ত দৃশ্যসজ্জার অভাবে অথবা অভিনেতার অভিপ্রায় স্পষ্ট না হওয়ার ফলে নিষ্ফল হয়ে দাঁড়াতে পারে। আসল কথা, পরিচালকের কাজ শুধু নাটকের সম্পাদনা করা নয় বা নাটক সাবলীলভাবে অভিনীত হচ্ছে কি না (ভালো গতিবেগ নিয়ে এবং সুশ্রাব্য হয়ে) তাই দেখা নয়, পরিচালকের কাজ—প্রযোজ্য নাটকখানিকে সর্বতোভাবে ব্যাখ্যা করে দর্শকমনে পৌঁছে দেওয়া। পরিচালকের আসল কাজ—ভাষ্য রচনা। অভিনেতৃবর্গ, দৃশ্যসজ্জা, পোশাক-পরিচ্ছদ, সংগীত এবং আরো যে-সব উপাদান প্রযোজনার জন্য আবশ্যক সব কিছু সমন্বিতভাবেই নাটকের তাৎপর্যকে প্রকাশ করে। অভিনেতার অভিনয়নৈপুণ্য এবং অন্যান্য শিল্পীর দক্ষতা ভাষ্যরচনায় যে পরিমাণে সাহায্য করে ভাষ্যরচনা সেই পরিমাণেই মূল্যবান হয়।