নাগপুর জেলা

মহারাষ্ট্রের একটি জেলা

নাগপুর জেলা পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিভাগের একটি জেলা। জেলা সদর নাগপুর

নাগপুর জেলা জেলা
नागपूर जिल्हा
মহারাষ্ট্রের জেলা
মহারাষ্ট্রে নাগপুর জেলার অবস্থান
মহারাষ্ট্রে নাগপুর জেলার অবস্থান
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
প্রশাসনিক বিভাগনাগপুর জেলা
সদরদপ্তরনাগপুর
তহশিল১. রামটেক, ২. উমরেড, ৩. কলমেশ্বর, ৪. কাতোল, ৫. কাম্পটে, ৬. কুহি, ৭. নারখেড, ৮. নাগপুর, ৯. নাগপুর (গ্রামীণ), ১০. পারশিওনী, ১১. ভিওয়াপুর, ১২. মৌদা, ১৩. সাওনের, ১৪. হিংগণা
সরকার
 • লোকসভা কেন্দ্র১. নাগপুর, ২. রামটেক (Based on Election Commission website)
 • বিধানসভা আসন১২
আয়তন
 • মোট৯,৮৯৭ বর্গকিমি (৩,৮২১ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৪০,৫১,৪৪৪
 • জনঘনত্ব৪১০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
 • পৌর এলাকা৬৪.২৬%
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৮৪.১৮%
 • লিঙ্গানুপাত৯৬৫
প্রধান মহাসড়কNH-6, NH-7
গড় বার্ষিক বৃষ্টিপাত১২০৫ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
অম্বোর নাগপুর জেলা

ইতিহাস সম্পাদনা

১৯৫০ সালে নাগপুর জেলা মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। নাগপুর হয় মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী। ১৯৬০ সালে এই জেলা মহারাষ্ট্র রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

নাগপুর জেলা ৫টি মহকুমায় বিভক্ত: নাগপুর, রামটেক, উমরেড, কাতোল ও সাওনের। এই ৫টি মহকুমা ১৪টি তালুকায় বিভক্ত: রামটেক, উমরেড, কলমেশ্বর, কাতোল, কামঠী, কুহি, নরখেড, নাগপুর, নাগপুর (গ্রামীণ), পারশিওনী, ভিওয়াপুর, মৌদা, সাওনেরহিংগণা

নাগপুর জেলা ১২টি বিধানসভা কেন্দ্রে বিভক্ত।

বহিঃসংযোগ সম্পাদনা