১৮ নভেম্বর

তারিখ
(নভেম্বর ১৮ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০

১৮ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২২তম (অধিবর্ষে ৩২৩তম) দিন। বছর শেষ হতে আরো ৪৩ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

  • ১৪৭৭ - উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।
  • ১৭২৭ - মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। ভারতের জয়পুরশহরের নকশা করেন বাংলার স্থাপত্যশিল্পী বিদ্যাধর ভট্টাচার্য
  • ১৮২০ - মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন।
  • ১৮৩৯ - বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।
  • ১৮৫৭ - বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
  • ১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯০৯ - আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।
  • ১৯১৮ - সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯২৬ - জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
  • ১৯৪৮ - ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
  • ১৯৫৬ - মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৬১ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
  • ১৯৬৩ - কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
  • ১৯৬৬ - সালের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
  • ১৯৯৯ - তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জন্ম সম্পাদনা

  • ৭০১ - দ্বিতীয় ইতজাম কান আক, মায়া শাসক (মৃত্যু ৭৫৭)
  • ৭০৯ - জাপান সম্রাট কোনিন (মৃত্যু ৭৮২)
  • ১৫২২ - লামোরাল, কাউন্ট অফ এগমন্ট (মৃত্যু ১৫৬৮)
  • ১৫৭১ - হিপোলিটাস গুয়ারিনোনিয়াস, ইতালীয় চিকিৎসক ও বহুমুখী প্রতিভাধর (মৃত্যু ১৬৫৪)
  • ১৫৭৬ - দ্বিতীয় ফিলিপ লুডউইগ, কাউন্ট অফ হানাউ-মুঞ্জেনবার্গ (মৃত্যু ১৬১২)
  • ১৬৩০ - এলিওনোরা গঞ্জাগা, পবিত্র রোম সম্রাট তৃতীয় ফার্দিনান্দের ইতালীয় স্ত্রী (মৃত্যু ১৬৮৬)
  • ১৬৪৭ - পিয়ের বেল, ফরাসী দার্শনিক ও গ্রন্থকার (মৃত্যু ১৭০৬)
  • ১৭৮৭ - ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই ডাগুয়েরে
  • ১৮৬১ - আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক ।
  • ১৮৯৭ - প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
  • ১৮৯৮ - প্রাচ্যবিদ্যা বিশারদ বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য প্রবোধচন্দ্র বাগচী।(মৃ.১৯/০১/১৯৫৬)
  • ১৯০৬ - জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নিউরোবায়োলজি ও একাডেমিক।
  • ১৯১০ - বটুকেশ্বর দত্ত ঊনিশ শতকের প্রথমদিকের বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা।(মৃ.২০/০৭/১৯৬৫)
  • ১৯১৭ - পেড্রো ইনফ্যান্টে, মেক্সিকান অভিনেতা ও গায়ক।
  • ১৯৩৫ - রব্নি হল, অস্ট্রেলিয়ান লেখক ও কবি।
  • ১৯৩৬ - কবি জিয়া হায়দার ।
  • ১৯৩৯ - মার্গারেট অ্যাটউড, কানাডীয় ঔপন্যাসিক, কবি ও সমালোচক
  • ১৯৬৩ - পিটার স্মাইকেল, ডেনিশ ফুটবলার
  • ১৯৬৯ - আহমেদ হেলমেই , মিশরীয় অভিনেতা
  • ১৯৭০ - পেটার উইলসন, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী
  • ১৯৭২ - জুবিন গর্গ, ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার, সুর প্রযোজক, চিত্রপরিচালক, মানবহিতৈষী
  • ১৯৮৩ - মাইকেল ডসন, ইংরেজ ফুটবল।
  • ১৯৮৮ - মোঃ শাহ্ জালাল, বাঙালি বণিক।
  • ১৯৯২ - নাথান ক্রেস্‌, আমেরিকান অভিনেতা।
  • ১৯৯৩ - ঝাং জেতিয়ান, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকার
  • ১৯৯৭- শারমিলি জামান মিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের জুনিয়র স্কলার।

মৃত্যু সম্পাদনা

  • ১০৫৩ - অতীশ দীপঙ্কর [অনুমিত]।
  • ১৭৭৭ - জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ ।
  • ১৮৪৩ - সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে ।
  • ১৮৮৬ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
  • ১৯২২ - মার্সেল প্রুস্ত্‌, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।
  • ১৯৪১ -ওয়ালথার নেরন্সট, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯৫২ - ফরাসী কবি পল এল্যুয়ার ।
  • ১৯৬২ -নিলস বোর, ডেনিশ নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, শিক্ষাবিদ ও ফুটবল খেলোয়াড়।
  • ১৯৬৯ - বিমানবিহারী মজুমদার , ভাগবতরত্ন,বাঙালি সাহিত্যিক ও গবেষক।(জ.০৭/১১/১৯০০ )
  • ১৯৭৮ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি.নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ।(জ.২৬/০৩/১৮৯৩)
  • ১৯৮১ - শিল্পী আনোয়ারুল হক ।
  • ১৯৮২ - এ কে নাজমুল করিম, বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী। (জ. ১৯২২)
  • ১৯৯১ - চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাক ।
  • ১৯৯৯ -পল বওলেস, আমেরিকান সুরকার ও লেখক।
  • ২০০৬ - সুশীলকুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী।(জ.০১/০১/১৯১৪)
  • ২০১৩ -নিজাট উইগুর, তুর্কি অভিনেতা।
  • ২০১৩ -পিটার ওয়িন্টনিক্‌, কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।
  • ২০১৮ - হাজী আব্দুল ওয়াহাব, দাঈয়ে ইসলাম, পাকিস্তান।

ছুটি ও অন্যান্য সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা