ধীরেন্দ্রনাথ চৌধুরী

বাঙালি পন্ডিত, শিক্ষাবিদ, এবং ধর্মীয় সংস্কারক

ধীরেন্দ্রনাথ চৌধুরী (১৮৭০ - ১৯৩৮) [১] একজন বাঙালি পণ্ডিত এবং শিক্ষাবিদ। [২] তিনি ১৮৭০ সালে ময়মনসিংহে (তৎকালীন বৃটিশ ভারত, বর্তমান বাংলাদেশ) জম্মগ্রহণ করেন। ১৯৩৮ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

ধীরেন্দ্রনাথ চৌধুরী
জন্ম১৮৭০
ময়মনসিংহ, ব্রিটিশ ভারত
মৃত্যু১৯৩৮
জাতীয়তাভারতীয়

প্রাথমিক জীবন সম্পাদনা

ধীরেন্দ্রনাথ চৌধুরীর জন্ম তদানিন্তন অবিভক্ত বাংলার ময়মনসিংহের নগরপুর গ্রামে। [৩] তার জন্ম হয় বাংলা ১২৭৭ সালের ভাদ্র মাসে। তার পিতার নাম মাধব চৌধুরী।

অল্প বয়স থেকেই দর্শনধর্মের প্রতি তার আগ্রহ জন্মায়। ব্রহ্মত্ব পত্রিকায় দর্শন বিষয়ে তার লেখা নিবন্ধ প্রকাশিত হয়। কলেজে পড়ার সময় তিনি থিওলজিকাল সোসাইটিতে যোগ দেন। মাস্টার্স অফ আর্টস ডিগ্রি লাভ করার পর তিনি প্রখ্যাত পণ্ডিত মহেশ চন্দ্র ঘোষ-এর ভাগ্নি বিনোদিনীকে ব্রাহ্ম মতে বিয়ে করেন। তখনকার দিনের রক্ষণশীল সমাজে ব্রাহ্ম মতে বিয়ে করাটা খুবই দুঃসাহসের কাজ ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় কটকে অবস্থিত তার বাড়িতে অনেক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dhirendranath Choudhury"Academic Dictionaries and Encyclopedias (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫ 
  2. "Dhirendranath Choudhury"veethi.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫ 
  3. "Dhirendranath Choudhury"prabook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫