দ্য ফুটবল লিগ

ফুটবল লীগ
(দ্য ফুটবল লীগ থেকে পুনর্নির্দেশিত)

দ্য ফুটবল লিগ একটি লিগ প্রতিযোগিতা যাতে ইংল্যান্ডওয়েলসের পেশাদার ফুটবল ক্লাবগুলো অংশ নেয়। এটি বিশ্বের প্রচীনতম লিগ প্রতিযোগিতা। বর্তমানে ৭২টি দল এই প্রতিযোগিতার তিনটি বিভাগে সমভাগে বিভক্ত হয়ে অংশ নেয়। বিভাগগুলো হচ্ছে চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান, লিগ টু। প্রমোশন ও রেলিগেশন হচ্ছে এই লিগের একটি বিশেষ বৈশিষ্ট্য, যার মাধ্যমে নিচের বিভাগের দলের উপরের বিভাগে উন্নীত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফুটবল লিগের ঠিক উপরের স্তরের খেলা হচ্ছে প্রিমিয়ার লিগ এবং সেখানেও এই ব্যবস্থা প্রচলিত আছে। ফলে প্রিমিয়ারশিপের সর্বনিম্ন তিনটি দলকে চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল প্রিমিয়ারশিপে খেলতে পারে। এই প্রতিযোগিতাটি মূলত ইংল্যান্ডে হলেও ওয়েলসের তিনটি দল এতে অংশ নেয়।

দ্য ফুটবল লিগ
প্রতিষ্ঠা
১৮৮৮
জাতি
 ইংল্যান্ড
 ওয়েলস
জন্ম দিয়েছে
প্রিমিয়ার লিগ
বিভাগ
চ্যাম্পিয়নশিপ

লিগ ওয়ান
লিগ টু

দলসংখ্যা
৭২
(প্রতি বিভাগে ২৪টি)
পিরামিডের স্তর
২য় স্তর (চ্যাম্পিয়নশিপ)
৩য় স্তর (লিগ ওয়ান)
৪র্থ স্তর (লিগ টু)
কাপ
লিগ কাপ
লিগ ট্রফি
(লিগ ওয়ান ও লিগ টু)
বর্তমান চ্যাম্পিয়ন (২০০৬-০৭)
সান্ডারল্যান্ড (চ্যাম্পিয়নশিপ)
স্কানথ্রপ ইউনাইটেড (লিগ ওয়ান)
ওয়ালসল (লিগ টু)
ওয়েবসাইট
The Football League

দ্য ফুটবল লিগ এই লিগ প্রতিযোগিতার প্রশাসনেরও নাম। এই প্রশাসন আরো দুটি নকআউট কাপ, ফুটবল লিগ কাপ এবং ফুটবল লিগ ট্রফি আয়োজন করে।

বিজ্ঞাপনদাতার সৌজন্যে বর্তমানে ফুটবল লিগকে কোকা-কোলা ফুটবল লিগ, ফুটবল লিগ কাপকে কার্লিং কাপ, এবং ফুটবল লিগ ট্রফিকে জনস্টন'স পেইন্ট ট্রফি নামে ডাকা হয়।

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা