তুরস্ক দক্ষিণ-পশ্চিম এশিয়ার আনাতোলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের অংশবিশেষ নিয়ে গঠিত। ফলে ভৌগলিকভাবে দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। আলাতোলীয় অংশটি তুরস্কের প্রায় ৯৭% আয়তন গঠন করেছে। এটি মূলত একটি পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি। আনাতোলিয়ার উপকূলীয় এলাকায় সমভূমি দেখতে পাওয়া যায়। তুরস্কের দক্ষিণ-ইউরোপীয় অংশটি ত্রাকিয়া নামে পরিচিত; এটি আয়তনে তুরস্কের মাত্র ৩% হলেও এখানে তুরস্কের ১০% জনগণ বাস করে। এখানেই তুরস্ক ও গোটা ইউরোপের সবচেয়ে জনবহুল শহর ইস্তানবুল অবস্থিত (জনসংখ্যা প্রায় ১ কোটি ১৩ লক্ষ)। ভূমধ্যসাগরকৃষ্ণ সাগরকে সংযুক্তকারী বসফরাস প্রণালী, মার্মারা সাগরদার্দানেলেস প্রণালী ত্রাকিয়া ও আনাতোলিয়াকে পৃথক করেছে।

তুরস্ক ভূগোল
মহাদেশইউরোপএশিয়া
অঞ্চলদক্ষিণ ইউরোপপশ্চিম এশিয়া
স্থানাঙ্ক৩৯°০০′ উত্তর ৩৫°০০′ পূর্ব / ৩৯.০০০° উত্তর ৩৫.০০০° পূর্ব / 39.000; 35.000
আয়তন৩৭তম
 • মোট৭,৮০,৫৮০ কিমি (৩,০১,৩৮০ মা)
 • স্থলভাগ98%
 • জলভাগ2%
উপকূলরেখা৭,২০০ কিমি (৪,৫০০ মা)
সীমানাস্থলসীমান্ত: ২,৬৪৮ কিমি
আর্মেনিয়া ২৬৮ কিমি, আজারবাইজান ৯ কিমি, বুলগেরিয়া ২৪০ কিমি, জর্জিয়া ২৫২ কিমি, গ্রিস ২০৬ কিমি, ইরান ৪৯৯ কিমি, ইরাক ৩৫২ কিমি, সিরিয়া ৮২২ কিমি
সর্বোচ্চ বিন্দুআরারাত পর্বত
৫,১৬৬ মি
সর্বনিম্ন বিন্দুভূমধ্যসাগর
০ মি
দীর্ঘতম নদীকিজি নদী
১,৩৫০ কিমি
বৃহত্তম হ্রদভান হ্রদ
৩,৭৫৫ বর্গকিমি
বসফরাস প্রণালীর প্যানোরামিক দৃশ্য, যেখানে এশিয়া (পটভূমিতে) এবং ইউরোপ (অগ্রভাগে) মিলিত হয়