ডেভিড জোনাথন গ্রোস

পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার (২০০৪) বিজয়ী মার্কিন কণা পদার্থবিজ্ঞানী
(ডেভিড জোনাথন গ্রস থেকে পুনর্নির্দেশিত)

ডেভিড জোনাথন গ্রোস (জন্ম: ১৯ ফেব্রুয়ারি, ১৯৪১) একজন মার্কিন কণা পদার্থবিজ্ঞানী। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা এর কাভলি ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল ফিজিক্সের সাবেক পরিচালক। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক।

ডেভিড জোনাথন গ্রোস
ডেভিড জোনাথন গ্রোস
জন্ম (1941-02-19) ১৯ ফেব্রুয়ারি ১৯৪১ (বয়স ৮৩)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনহিব্রু ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণAsymptotic freedom
Heterotic string
পুরস্কারডির‍্যাক পদক (১৯৮৮)
Harvey Prize (২০০০)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৪)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান, স্ট্রিং তত্ত্ব
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাGeoffrey Chew
ডক্টরেট শিক্ষার্থীফ্রাঙ্ক অ্যান্থনি উইলচেক
এডওয়ার্ড উইটেন
William E. Caswell
Rajesh Gopakumar
Nikita Nekrasov
স্বাক্ষর

জীবনী সম্পাদনা

ডেভিড গ্রোস ১৯৪১ সালের ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। তিনি জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।[১] তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬৬ সালে পিএইচডি অর্জন করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালিয়ের একজন জুনিয়র ফেলো এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নোবেলপ্রাইজ ডট অর্গ"। ২১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা