ডেভন এডওয়েনা এওকি ([Devon Edwenna Aoki — উচ্চারণ: ডেভন্‌ এডওয়েনা এওকি] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) (জন্ম: ১০ আগস্ট, ১৯৮২)[১] একজন মার্কিন অভিনেত্রীমডেল

ডেভন এওকি
জন্ম
ডেভন এডওয়ানা এওকি
পেশাঅভিনেত্রী, মডেল
মডেলিং তথ্য
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)
চুলের রঙহালকা বাদামী
চোখের রঙলালচে বাদামী

প্রাথমিক জীবন সম্পাদনা

এওকির জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু তিনি বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ালন্ডনে। তিনি লন্ডনের অ্যামেরিকান হাই স্কুল ইন লন্ডনে পড়াশোনা করেছেন। তার বাবা রকি এওকি ছিলেন একজন অলিম্পিকে অংশ নেওয়া একজন প্রাক্তন কুস্তিগীর, এবং জাতিতে ছিলেন জাপানি-মার্কিনী। তার বেনিহানা নামক একটি চেইন রেস্তোরাঁর ব্যবসাও ছিলো। জুলাই ১০, ২০০৮-এ মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ ব্যবসায় জড়িত ছিলেন। ডেভন এওকির মা পামেলা হিলবার্গার পেশায় ছিলেন একজন অলঙ্কার ডিজাইনার। তিনি জাতিতে ছিলেন জার্মান ও ইংলিশ।[২]

এওকি মডেল শুরু করেন ১৩ বছর বয়সে। সে বছরই তার ধর্মমাতা তাকে মডেল কেট মসের সাথে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে তিনি কেট মসের সাথে মডেলিং করার সুযোগ পান। ১৪ বছর বয়সে তিনি স্টর্ম মডেল ম্যানেজমেন্টর সাথে চুক্তিবদ্ধ হন। ১৬ বছর বয়সে ডেভন সুপারমডেল নেওমি ক্যাম্পবেলকে সরিয়ে ভারসাচি ব্র্যান্ডের মডেল হিসেবে সুযোগ পান। স্কুলে একজন এ-গ্রেডের ছাত্রী থাকা সত্ত্বেও তিনি কলেজের পড়াশোনায় পা রাখেননি। তার বিশ্বাস, কাজ ও ভ্রমণ তাকে একটি ডিগ্রির চেয়ে “আরো বিস্তৃত ও গভীর শিক্ষা” প্রদান করেছে।

পেশাজীবন সম্পাদনা

এওকি ল্যানকম, চ্যানেল, ও জিয়ানি ভারসাচি ফ্যাশন হাউজের হয়ে মডেলিং করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে কম উচ্চাতাসম্পন্ন সুপারমডেল। এওকির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার)।[৩] ফ্যাশন হাউজের রানওয়ে ফ্যাশন মডেলদের মধ্যে এতো কম উচ্চতা বিশিষ্ট মডেলের নাম শোনা যায় না। সাধারণত মডেলরা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার) উচ্চতা বিশিষ্ট হন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

এওকি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। তিনি তার ব্যক্তিগত সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে ইচ্ছুক। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি তিনি কবিতা লেখায় আগ্রহী। এছাড়াও তিনি ড্রাম বাজান ও তার দুটো পোষা সাপ রয়েছে। তার সৎভাই স্টিভ এওকি লস অ্যাঞ্জেলসেই একজন ডিজে হিসেবে কাজ করেন। এছাড়া স্টিভের ডিম ম্যাক রেকর্ডস নামে একটি সঙ্গীত রেকর্ডিং স্টুডিও আছে। এছাড়া এওকির এলি, গ্রেস, ইকো নামে তিন বোন, এবং কাইল, কেভিন, ও প্রাইস নামে আরো তিন ভাই আছে

তথ্যসূত্র সম্পাদনা

  1. Goldstein, Margaret (ডিসেম্বর ১০, ২০০৫)। Japanese in America। Lerner Publications। পৃষ্ঠা 62। আইএসবিএন 0822539527। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৮, ২০১৭ 
  2. Buckley, Suzy। "Devon Aoki, Muse of the New Millennium"http://devonaoki.free.fr/  |কর্ম= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. Paul, Rob। "Devon Aoki Height"http://www.celebheights.com/  |কর্ম= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা