টমাস চেক

মার্কিন রসায়নবিদ

টমাস রবার্ট চেক (জন্ম: ৮ ডিসেম্বর ১৯৪৭) একজন রসায়নবিদ। তিনি ১৯৮৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। [১]

টমাস রবার্ট চেক
টমাস রবার্ট চেক
জন্ম (1947-12-08) ৮ ডিসেম্বর ১৯৪৭ (বয়স ৭৬)
মাতৃশিক্ষায়তনGrinnell College BA, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে PhD ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণRibozyme
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৮৯
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার, Howard Hughes Medical Institute

জীবনী সম্পাদনা

রবার্ট চেক ১৯৭০ সালে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৭৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। [২] তিনি ডক্টরেটোত্তর গবেষণা করেন ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। ১৯৭৮ সালে তিনি ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডারে যোগ দেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Nobel Prize in Chemistry 1989: Illustrated Presentation
  2. "Thomas Cech"Biochemistry (ইংরেজি ভাষায়)। ২০১৫-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২