জেডথ্রি (কম্পিউটার)

জেডথ্রি বা জেড৩ (ইংরেজি: Z3) জার্মান প্রকৌশলী কনরাড ৎসুজে কর্তৃক ডিজাইনকৃত পৃথিবীর সর্বপ্রথম কার্যকরী টেপ-রক্ষিত-প্রোগ্রাম নিয়ন্ত্রিত গণকযন্ত্র বা কম্পিউটার। এটি টুরিং-সম্পূর্ণ। ২,০০০টি বৈদ্যুতিক রিলে দ্বারা নির্মিত জেডথ্রি প্রায় ৫–১০; হার্জ ক্লক কম্পাঙ্কে (ক্লক ফ্রিকোয়েন্সি) ২২ বিটের শব্দে পরিচালিত হত।[১] এর প্রোগ্রামিং সংকেত এবং উপাত্ত ছিদ্রযুক্ত সেলুলয়েডের ফিতা বা ফিল্মে করে সংরক্ষিত হয়।

মিউনিখর ডয়েচ যাদুঘরে প্রদর্শনীর জন্য জেডথ্রির প্রতিলিপি

১৯৪১ সালে বার্লিনে জেডথ্রি চালু হয়। জার্মান উড়োজাহাজ গবেষণা কেন্দ্র (জার্মান এয়ারক্রাফট রিসার্চ ইনস্টিটিউট) উড়োজাহাজের ডানার চঞ্চলতা বা কম্পনের পরিসংখ্যানগত বিশ্লেষনকাজে জেডথ্রি ব্যবহার করেন।[২]

১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বার্লিনে মিত্রবাহিনীর বোমা হামলায় মূল জেডথ্রি ধ্বংসপ্রাপ্ত হয়। পরে ১৯৬০ সালে ৎসুজের কোম্পানী ৎসুজে কেজি জেডথ্রির একটি কর্মক্ষম প্রতিলিপি তৈরী করে। এটি মিউনিখর ডয়েচ যাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে।

কনরাড ৎসুজে জেডথ্রির রিলেগুলিকে ইলেকট্রনিক সুইচ দ্বারা পরিবর্তন করতে অর্থ সাহায্যের জন্য জার্মান সরকারকে অনুরোধ করেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে জার্মান সরকার এই কাজ যুদ্ধের জন্য প্রয়োজনীয় নয় বলে অর্থ বরাদ্দ করতে রাজী হয়নি[৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Zuse, Konrad (১৯৯৩)। Der Computer. Mein Lebenswerk. (German ভাষায়) (3rd সংস্করণ)। Berlin: Springer-Verlag। পৃষ্ঠা 55। আইএসবিএন 978-3-540-56292-4 
  2. crash-it.com [ত্রুটি: আর্কাইভের ইউআরএল অজানা] Crash! The Story of IT: Zuse ([তারিখ অনুপস্থিত] তারিখে আর্কাইভকৃত)
  3. Hans-Willy Hohn (১৯৯৮)। Kognitive Strukturen und Steuerungsprobleme der Forschung. Kernphysik und Informatik im Vergleich (German ভাষায়)। Schriften des Max-Planck-Instituts für Gesellschaftsforschung Köln। পৃষ্ঠা 148। আইএসবিএন 978-3-593-36102-4 

বহিঃসংযোগ সম্পাদনা