সাধারণ আইন ব্যবস্থায়, একটি চুক্তি, যেখানে আইনের বিষয়াদির উপস্থিতি থা্কে, হচ্ছে দুই বা তার অধিক ব্যক্তিবর্গের মাঝে পারস্পরিক বোঝাপড়া থাকে। এই দুই পক্ষ নিজেদের আইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে সচেষ্ট থাকে। একটি চুক্তির উপাদানগুলো হলো, কোন 'প্রতিযোগীর' দ্বারা 'প্রস্তাব দেওয়া' এবং 'গ্রহণ করা', যেখানে তাদের 'বিবেচনা বা কনসিডারেশন' বিনিময় করে 'পারষ্পারিক বাধ্যবাধকতা' তৈরি করতে আইনের সম্মতি রয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

বহিসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Law