গ্লোবাল অ্যাকশন ফর চিলড্রেন

সংস্থা

গ্লোবাল অ্যাকশন ফর চিলড্রেন (ইংরেজি: Global Action for Children) যা সংক্ষেপে জিএসি (GAC) নামে পরিচিত, একটি দাতব্য সংগঠন যারা শিশুদের স্বাস্থ্য-পুষ্টি ও নিরাপত্তাদানের জন্য প্রয়োজনীয় সচেতনতা তৈরি, নীতিমালা প্রণয়ন, এবং তহবিল গঠনের জন্য কাজ করে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে এটি বিশ্বব্যাপী অবহেলিত ও এতিম শিশুদের পুর্নবাসন, প্রয়োজনীয় আবশ্যকীয় শিক্ষাদান, শিশু বিবাহ, শিশু যৌন হয়রানি, এবং টিকে থাকার ক্ষেত্রে অন্যান্য বাধাসমূহ, যেমন: সংহিসতা, গোষ্ঠীগত দাঙ্গা, এইচআইভি/এইডস-এর ঝুঁকি, এবং ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি থেকে শিশুদের রক্ষার্থে কাজ করছে।

গ্লোবাল অ্যাকশন ফর চিলড্রেন
প্রতিষ্ঠাকালসেপ্টেম্বর, ২০০৩
অবস্থান
ওয়েবসাইটGlobalActionForChildren.org

বহিঃসংযোগ সম্পাদনা