ক্রেমার ভার্সাস ক্রেমার

১৯৭৯ সালের মার্কিন চলচ্চিত্র

ক্রেমার ভার্সাস ক্রেমার ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি। এর পরিচালক ছিলেন রবার্ট বেনটন, যিনি এভারি কোরমানের উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করেছিলেন। ছবিটি আমেরিকান এক দম্পতির বিবাহ-বিচ্ছেদকে কেন্দ্র করে নির্মিত এবং আশেপাশের মানুষজন, বিশেষত ক্রেমার দম্পতির শিশুপুত্রের ওপর এ ঘটনার প্রভাবকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে। ছবিটি ১৯৭৯ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার লাভ করে।

ক্রেমার ভার্সাস ক্রেমার
ছবির পোস্টার
পরিচালকরবার্ট বেনটন
প্রযোজকরিচার্ড ফিসকফ
স্ট্যানলি আর. জ্যাফ
রচয়িতাএভারি কোরমান (উপন্যাস)
রবার্ট বেনটন
শ্রেষ্ঠাংশেডাস্টিন হফম্যান
মেরিল স্ট্রিপ
জাস্টিন হেনরি
জেন আলেকজান্ডার
সুরকারপল গেমিগানি
হার্ব হ্যারিস
জন ক্যান্ডার
আরমা ই. লেভিন
রয় বি. ইয়োকসন
এন্টনিও ভিভাল্দি
চিত্রগ্রাহকনেসটর আমেনড্রোজ
সম্পাদকজেরাল্ড বি. গ্রীনবার্গ
রে হাবলে
বিল পানকো
পরিবেশককলাম্বিয়া পিকচার্স
মুক্তি১৭ ডিসেম্বর, ১৯৭৯
স্থিতিকাল১০৫ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
আয়$১০৬,২৬০,০০০[১]

চরিত্রায়ণ সম্পাদনা

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

একাডেমি পুরস্কার সম্পাদনা

জয় সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kramer vs Kramer (1979)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা