ক্রিস্টেন নিগার্ড

ক্রিস্টেন নিগার্ড (আগস্ট ২৭, ১৯২৬ - আগস্ট ২, ২০০২) ছিলেন নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ

ক্রিস্টেন নিগার্ড
জন্ম(১৯২৬-০৮-২৭)২৭ আগস্ট ১৯২৬
মৃত্যু১০ আগস্ট ২০০২(2002-08-10) (বয়স ৭৫)
অসলো,[১] নরওয়ে
পরিচিতির কারণঅবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
সিমুলা
পুরস্কারটুরিং পুরস্কার (২০০১)
আইইইই জন ভন নিউম্যান মেডেল (২০০২)
রয়েল নরওয়েজিয়ান অর্ডার অব সেন্ট ওলাভ
নরবের্ট ভেইনার পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহনরওয়েজীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান
নরওয়েজীয় কার্য গবেষণা সোসাইটি
নরওয়েজীয় কম্পিউটার কেন্দ্র
আরহুস বিশ্ববিদ্যালয়
অসলো বিশ্ববিদ্যালয়

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পাদনা

নিগার্ড ১৯৫৬ সালে অসলো বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নিগার্ড ১৯৬০ এর দশকে আন্তর্জাতিকভাবে উলাহ্‌-ইয়োহান ডালের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংপ্রোগ্রামিং ভাষা সিমুলার সহ-উদ্ভাবক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

নিগার্ড ১৯৪৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নরওয়েজীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান-এ পূর্ণ সময়ে কাজ করতেন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫৪ সালে কম্পিউটিং ও প্রোগ্রামিং এবং ১৯৫২ থেকে ১৯৬০ সাল পর্যন্ত কার্য গবেষণা বিষয়ের দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

নিগার্ড নরওয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৬০ এর দশকের মাঝামাঝি ও শেষের দিকে তিনি নরওয়ের লিবারেল পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দলের কৌশল প্রণয়ন কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন।[২] তিনি ১৯৪৯ সালের নরওয়ের সংসদীয় নির্বাচনের প্রার্থী ছিলেন।

১৯৭১ থেকে ২০০১ পর্যন্ত নিগার্ড লেবার পার্টির সদস্য ছিলেন এবং এই দলের গবেষণা নীতি কমিটির সদস্য ছিলেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

নিগার্ড ১৯৫১ সালে জোহানা নিগার্ডকে বিয়ে করেন। জোহানা উন্নয়নশীল রাষ্ট্রসমূহের জন্য প্রদত্ত নরওয়েজীয় সহযোগিতা এজেন্সিতে কর্মরত ছিলেন। তাদের তিন সন্তান ও সাত নাতি-নাতনী ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. MacTutor History of Mathematics
  2. Nygaard, Kristen (১৯৯৬)। ""Those Were the Days"? Or "Heroic Times Are Here Again"?"Scandinavian Journal of Information Systems8 (2): 91–108। . See in particular p. 97.

বহিঃসংযোগ সম্পাদনা