ক্যারল গ্রেইডার‌

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী

ক্যারল গ্রেইডার‌ (জন্ম: ১৫ এপ্রিল, ১৯৬১) একজন মার্কিন জীববিজ্ঞানী। তিনি ২০০৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

ক্যারল গ্রেইডার‌
জন্ম (1961-04-15) এপ্রিল ১৫, ১৯৬১ (বয়স ৬২)
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণdiscovery of telomerase
পুরস্কারLasker Award (2006)
Louisa Gross Horwitz Prize (2007)
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রমলিকুলার বায়োলজি
প্রতিষ্ঠানসমূহCold Spring Harbor Laboratory
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাএলিজাবেথ ব্ল্যাকবার্ন

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

গ্রেইডার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে ডেভিস সিনিয়র হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। ১৯৮৩ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা থেকে জীববিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। [১]

কর্মজীবন সম্পাদনা

১৯৯৭ সালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহি:সংযোগ সম্পাদনা