কোরেল ড্র একটি ভেকটর ভিত্তিক গ্রাফিক্স সফটওয়্যার। ইলাস্ট্রেটর এর বিকল্প হিসাবে আইবিএম পিসি তে ব্যবহার্য । বর্তমানে ম্যাক এর জন্য ও পাওয়া যায়। প্রিন্টিং মিডিয়ায় ব্যপক ভাবে ব্যবহার হয়। কোন কিছু ছাপানোর ক্ষেত্রে ইলাস্ট্রেটর/কোরেল ফাইনাল আউটপুট দেবার জন্য ব্যবহার হয়। ফটোশপ বা ইমেজ সম্পাদনা গ্রাফিক্স সফটওয়্যার এ শুধু ছবির বা গ্রাফিক্সের কারুকার্য করা হয়, টেক্সট ও ফাইনাল প্রিন্ট বা ফিল্মে প্রিন্ট নেয়ার জন্য কোরেল ব্যবহার করতে হয়।

কোরেল ড্র
CorelDraw X7
উইন্ডোজ ৭ এ কোরেল ড্র X7
উন্নয়নকারীকোরেল
প্রাথমিক সংস্করণ১৬ জানুয়ারি ১৯৮৯; ৩৫ বছর আগে (1989-01-16)
স্থিতিশীল সংস্করণ
X7 / ২৭ মার্চ ২০১৪; ১০ বছর আগে (2014-03-27)
যে ভাষায় লিখিতC++, C#
অপারেটিং সিস্টেমমাইক্রোসফট উইন্ডোজ
ধরনভেক্টর গ্রাফিক্স সম্পাদক
লাইসেন্সমালিকানা
ওয়েবসাইটwww.corel.com

যাযা প্রয়োজনীয় সম্পাদনা

এটি উইনডোজ এর জন্য তৈরি হলেও পরবর্তিতে ম্যাকিনটোশের জন্য পাওয়া যায়।

উন্নয়ন ইতিহাস সম্পাদনা

বৈশিষ্ঠ সম্পাদনা

কোরেল ড্র মুলত উইন্ডোজ ৩ এর জন্য তৈরি করা হলেও বর্তমানে এটি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং কম্পাটিবল হিসাবে উইন্ডোজ ১০ সমর্থন করে।[১] এর সর্বশেষ সংস্করণ কোরেল ড্র ২০১৮ ১০ এপ্রিল ২০১৮ সালে প্রকাশিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "System Requirements — CorelDraw Graphics Suite X5"। ২৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Graphics file formats