কোয়েল (quail) বা বটেরা Galliformes (গ্যালিফর্মিস) বর্গের অন্তর্গত একদল মাঝারি আকারের ভূচর পাখি। দেখতে অনেকটা তিতিরের মত হলেও এরা আকারে অনেক ছোট।

কোয়েল
রাজ বটেরা, Coturnix chinensis
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Galliformes

পুরাতন বিশ্বের কোয়েলরা Phasianidae (ফ্যাজিয়ানিডি) গোত্রের অন্তর্গত আর নতুন বিশ্বের কোয়েলরা Odontophoridae (ওডোন্টোফোরিডি) গোত্রের অন্তর্গত।[১] নাটাবটেররা দেখতে কোয়েলের মত হলেও এরা আসলে অন্য বর্গের অন্তর্ভুক্ত। কোয়েলদের সাথে তাদের সম্পর্ক বেশ দূরের। কিছু বড় জাতের কোয়েল বাণিজ্যিকভাবে মাংস ও ডিমের জন্য পালন করা হয় এবং কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা। শিকারযোগ্য পাখি হিসেবে কোয়েল যথেষ্ট পরিচিত। বুনো কোয়েল শিকার একটি জনপ্রিয় বিনোদনের উৎস।

নতুন বিশ্বের কোয়েল (Odontophoridae) সম্পাদনা

 
ক্যালিফোর্নিয়া বটেরা, Callipepla californica
 
গ্যাম্বলের বটেরা, Callipepla gambelii
 
পাতি বটেরা, Coturnix coturnix
 
হার্লেকিন বটেরা, Coturnix delegorguei
 
কোয়েলের ডিম
 
বাংলাদেশের ময়মনসিংহের একটি বাড়িতে পোষা কোয়েল
  • গণ Oreortyx
    • পাহাড়ি বটেরা, Oreortyx pictus
  • গণ Callipepla
    • আঁশটে বটেরা, (commonly called Blue Quail) Callipepla squamata
    • Elegant Quail, Callipepla douglasii
    • ক্যালিফোর্নিয়া বটেরা, Callipepla californica
    • গ্যাম্বলের বটেরা, Callipepla gambelii
  • গণ Philortyx
    • দাগি বটেরা, Philortyx fasciatus
  • গণ Colinus
    • উত্তুরে ববহোয়াইট, Colinus virginianus
    • কালোগলা ববহোয়াইট, Colinus nigrogularis
    • চিতিপেট ববহোয়াইট, Colinus leucopogon
    • ঝুঁটিয়াল ববহোয়াইট, Colinus cristatus
  • গণ Odontophorus
    • মর্মর কাঠবটেরা, Odontophorus gujanensis
    • চিতিপাখ কাঠবটেরা, Odontophorus capueira
    • কালোকান কাঠবটেরা, Odontophorus melanotis
    • লালকপালি কাঠবটেরা, Odontophorus erythrops
    • †কালোকপালি কাঠবটেরা, Odontophorus atrifrons
    • খয়েরি কাঠবটেরা, Odontophorus hyperythrus
    • কালোপিঠ কাঠবটেরা, Odontophorus melanonotus
    • বাদামিবুক কাঠবটেরা, Odontophorus speciosus
    • Tacarcuna Wood Quail, Odontophorus dialeucos
    • Gorgeted Wood Quail, Odontophorus strophium
    • ভেনিজুয়েলান কাঠবটেরা, Odontophorus columbianus
    • কালোবুক কাঠবটেরা, Odontophorus leucolaemus
    • দাগিমুখ কাঠবটেরা, Odontophorus balliviani
    • তারকা কাঠবটেরা, Odontophorus stellatus
    • চিত্রা কাঠবটেরা, Odontophorus guttatus
  • গণ Dactylortyx
    • গায়ক বটেরা , Dactylortyx thoracicus
  • গণ Cyrtonyx
    • মন্তেসুমা বটেরা, Cyrtonyx montezumae
    • Ocellated Quail, Cyrtonyx ocellatus
  • গণ Rhynchortyx

পুরাতন বিশ্বের কোয়েল (Phasianidae) সম্পাদনা

  • গণ Coturnix
    • পাতি বটেরা, Coturnix coturnix
    • জাপানি বটেরা, Coturnix japonica
    • Stubble Quail, Coturnix pectoralis
    • †নিউজিল্যান্ডের বটেরা, Coturnix novaezelandiae (extinct)
    • চিনা বটেরা, Coturnix coromandelica
    • হার্লেকিন বটেরা, Coturnix delegorguei
    • †ক্যানারি দ্বীপের বটেরা, Coturnix gomerae (fossil)
    • বাদামি বটেরা, Coturnix ypsilophora
    • নীল বটেরা, Coturnix adansonii
    • রাজ বটেরা, Coturnix chinensis
  • গণ Anurophasis
    • Snow Mountains Quail, Anurophasis monorthonyx
  • গণ Perdicula
    • বুনো গুন্দ্রী, Perdicula asiatica
    • পাথুরে গুন্দ্রী, Perdicula argoondah
    • রঙ্গিলা গুন্দ্রী, Perdicula erythrorhyncha
    • কালো গুন্দ্রী, Perdicula manipurensis
  • গণ Ophrysia
    • হিমালয়ী বটেরা, Ophrysia superciliosa (সম্ভবত বিলুপ্ত)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "quail"। Encyclopaedia Britannica। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা