কেভি২০ হল একটি কবর (মিশর), যা রাজাদের ভ্যালিতে অবস্থিত। সম্ভবত এইটি উপত্যকাতে নির্মত প্রথম রাজকীয় কবর ছিল। কেভি২০ হচ্ছে থুতমোসে I আসল কবরের স্থান (পরে তাকে নতুন করে কেভি৩৮ তে কবর দেওয়া হয়েছিল) এবং পরবর্তী কালে এখানে তার মেয়ে হাতশেপসুতকে কবর দেওয়া হয়। কেভি২০ কবরটি ১৮২৪ সালে ফ্রান্সের একটি অভিযানে জোভান্নি বাতিস্তা বেলজনী এবং জেমস বুরটনের মাধ্যমে খুঁজে পাওয়া হয়েছিল। পরে ১৯৭৮ সালে আরো একটি অভিযান হয় যা নেপলেওনের তৎপরতা নামে পরিচিত। হাজার বছর পরে এটি ১৯০৩ সালে হাওয়ার্ড কার্টারের মাধ্যমে সর্বপ্রথম মাটি খুড়ে বের করে আনা হয়।[১]

কেভি২০
থুতমোসে I এবং হাতশেপসুত-এর সমাধি স্থান
তথ্য
অবস্থানপূর্ব ভ্যালি অফ দ্য কিংস
রাজবংশXVIII
আবিষ্কারের তারিখ১৭৯৯ সালের পূর্বে
দৈর্ঘ্যপ্রায় ২১০ মিটার
সময়কালখ্রিষ্টপূর্ব ১৪৭৯-১৪৫৮
খনন করেছেনজেমস বুরটন (১৮২৪)
হাওয়ার্ড কার্টার (১৯০৩-১৯০৩)
অন্যান্য
পূর্ববর্তীকেভি১৯
পরবর্তীকেভি২১

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা