কার্লো রুবিয়া

পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী

কার্লো রুবিয়া (জন্ম: ৩১শে মার্চ, ১৯৩৪) সার্নে কর্মরত একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৮৪ সালে সিমন ফান ডার মিয়ারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দুর্বল মিথস্ক্রিয়ার মধ্যে যোগাযোগ স্থাপনকারী দু'টি মৌলিক ক্ষেত্র কণা আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার লাভ করেন।

Senator for life
of the Italian Republic

কার্লো রুবিয়া
জন্ম (1934-03-31) ৩১ মার্চ ১৯৩৪ (বয়স ৯০)
জাতীয়তাইতালি
মাতৃশিক্ষায়তনScuola Normale Superiore di Pisa
কলাম্বিয়া ইউনিভার্সিটি
পরিচিতির কারণDiscovery of W and Z bosons
পুরস্কারপদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৪)
ডির‍্যাক মেডেল (১৯৮৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান

বহিঃসংযোগ সম্পাদনা