কামেট

পর্বত
(কামেত থেকে পুনর্নির্দেশিত)

কামেট নন্দা দেবী পর্বতশৃঙ্গের পরে ভারতের গড়ওয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৭,৭৫৬ মিটার। পর্বতটি তিব্বতের সাথে সীমান্তের কাছে উত্তরাখন্ড-এর চামোলি জেলাতে অবস্থিত। এটি বিশ্বের ২৯তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পর্বতটি হিমালয় পর্বতমালার মূল পর্বতশ্রেণীটির উত্তরে অবস্থিত জাস্কার পর্বতশ্রেণীর অন্তর্গত এবং সুরু নদী ও কার্নালি নদীর মধ্যে অবস্থিত। এটি দেখতে একটি বিরাট পিরামিডের মত, যার সমতল শীর্ষ এলাকা থেকে দুইটি শৃঙ্গ উপরে উঠে গেছে।

কামেট
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৭,৭৫৬ মিটার (২৫,৪৪৬ ফুট)
সুপ্রত্যক্ষতা২,৮২৫ মিটার (৯,২৬৮ ফুট)
বিচ্ছিন্নতা৭০ কিমি (৪৩ মা) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থানাঙ্ক৩০°৫৫′১৩″ উত্তর ৭৯°৩৫′৩৭″ পূর্ব / ৩০.৯২০২৮° উত্তর ৭৯.৫৯৩৬১° পূর্ব / 30.92028; 79.59361
ভূগোল
অবস্থানউত্তরাখণ্ড, ভারত
আরোহণ
প্রথম আরোহণ২১শে জুন, ১৯৩১; ফ্র‌্যাংক স্মাইদ, এরিক শিপটন, আর এল হোল্ডসওয়ার্থ এবং লিউয়া শেরপা
সহজ পথহিমবাহ/তুষার/বরফ আরোহণ

১৯৩১ সালে একটি ব্রিটিশ পর্বতারোহী দল এটির শীর্ষে আরোহণ করে।

তথ্যসূত্র সম্পাদনা