কবীর চৌধুরী

বাংলাদেশি মিউজিসিয়ান

কবীর চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক দেশের জাতীয় অধ্যাপক নির্বাচিত হয়েছিলেন। তিনি অধ্যাপক কবীর চৌধুরী নামে সমধিক পরিচিত; তার ডাকনাম মাণিক। কবীর চৌধুরীর ছোট ভাই শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী। তিনি জীবন, শিল্প, সমাজ, সংস্কৃতি, রাজনীতি নানা বিষয় নিয়ে লিখতেন।

অধ্যাপক কবীর চৌধুরী
জন্ম৯ ফেব্রুয়ারি, ১৯২৩
মৃত্যু১৩ ডিসেম্বর, ২০১১
নয়াপল্টন, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাশিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক
পরিচিতির কারণজাতীয় অধ্যাপক, লেখক,
পুরস্কারবাংলা একাডেমী পুরস্কার
একুশে পদক
স্বাধীনতা দিবস পদক

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কবীর চৌধুরী ১৯২৩ সালের ৯ ফেব্রুয়ারি ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামের মুন্সী বাড়ি। পিতা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী এবং মা আফিয়া বেগম। তার পুরো নাম আবুল কালাম মোহাম্মদ কবীর। কবীর চৌধুরীর পড়াশোনায় হাতেখড়ি হয় নিজ গৃহেই। পরিবারের সাহচর্যে তিনি প্রাথমিক পড়াশোনা শেষ করেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকে সপ্তম স্থান অধিকার করেন। ১৯৪০ সালে ঢাকা ইন্টামিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্সে ১৯৪৩ সালে প্রথম শ্রেণীতে প্রথম এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এ শ্রেণীতে ১৯৪৪ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেন।

পরে ১৯৫৭-১৯৫৮ সালে ফুলব্রাইট বৃত্তিধারী হিসেবে আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে মার্কিন সাহিত্য সম্পর্কে এবং ১৯৬৩-১৯৬৫ সালে সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন সম্পর্কে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন।এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে।

কর্মজীবন সম্পাদনা

সরকারি চাকুরি দিয়ে কবীর চৌধুরী কর্মজীবন শুরু করেন। স্বেচ্ছায় সরকারী চাকরি থেকে অবসর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান করেন৷ ১৯৯৮ সালে তিনি জাতীয় অধ্যাপক পদ লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে "কালচার স্টাডিজ" কোর্সে গ্রাজ্যুয়েট স্তরে শিক্ষা দান করেছেন৷[১] চাকরি ও অধ্যাপনা করে তার কর্মজীবন সমাপ্ত্ হয়।

শিশু সাহিত্যে অবদানের জন্য তার অর্থায়নে কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার নামে বাংলা একাডেমি একটি পুরস্কার প্রদান করে।[২]

প্রকাশিত বই সম্পাদনা

  • রূপকথার কাহিনী (১৯৫৯)
  • ব্ল্যাক টিউলিপ (১৯৮৯)
  • কাউন্ট অব মন্টিক্রিস্টো (১৯৮৯)

গবেষণা-প্রবন্ধ সম্পাদনা

  • ইউরোপের দশ নাট্যকার (১৯৮৫)
  • শেক্সপীয়র ও তাঁর মানুষেরা (১৯৮৫)
  • শেক্সপীয়র ও গ্লোব থিয়েটার (১৯৮৭)
  • অভিব্যক্তিবাদী নাটক (১৯৮৭)
  • এ্যাবসার্ড নাটক ( ১৯৮৫)
  • ফরাসী নাটকের কথা (১৯৯০)
  • ছয় সঙ্গী (১৯৬৪)
  • আধুনিক মার্কিন সাহিত্য (১৯৮০)
  • প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য (১৯৮০)
  • শেক্সপীয়র থেকে ডিলান টমাস (১৯৮১)
  • আমেরিকার সমাজ ও সাহিত্য (১৯৬৮)
  • সপ্তরথী (১৯৭০)
  • মার্কিন উপন্যাস ও তার এতিহ্য (১৯৭০)
  • অবিস্মরণীয় বই (১৯৬০)
  • মানুষের শিল্পকর্ম (২০০৬)।

আত্মজীবনী সম্পাদনা

  • আমার ছোটবেলা (২০১২)

বাংলা অনুবাদ সম্পাদনা

  • শেখভের গল্প (১৯৬৯)
  • সমুদ্রের স্বাদ (১৯৭০)
  • গ্রেট গ্যাটসবি (১৯৭১),
  • দি গ্রেপস অব র‌্যথ (১৯৮৯)
  • রূপান্তর (১৯৯০)
  • বেউলফ (১৯৮৫)
  • অল দি কিংস মেন (১৯৯২)
  • দি গার্ল উইথ এ পার্ল ইয়ার রিং (২০০৭)
  • গল্প উপন্যাসে প্রতিকৃতি চিত্র (২০০৭)
  • ওল্ডম্যান এন্ড দি সী।

নাটকের অনুবাদ ও রূপান্তর সম্পাদনা

  • আহবান (১৯৫৬)
  • শত্রু (১৯৬২)
  • পাঁচটি একাঙ্কিকা (১৯৬৩)
  • অচেনা (১৯৬৯)
  • শহীদের প্রতীক্ষায় (১৯৫৯)
  • হেক্টর (১৯৬৯)
  • ছায়া বাসনা (১৯৬৬)
  • সেই নিরালা প্রান্তর (১৯৬৬)
  • সম্রাট জোনস (১৯৬৪)
  • অমা রজনীর পথে (১৯৬৬)
  • প্রাণের চেয়ে প্রিয় (১৯৭০)
  • লিসিসস্ট্রাটা (১৯৮৪)

কাব্যনুবাদ সম্পাদনা

  • ভাৎসারোভের কবিতা (১৯৮০)
  • আধুনিক বুলগেরীয়া কবিতা (১৯৮০)
  • রিস্তো বোতেভর কবিতা (১৯৮৮)
  • রিস্তো স্নির্নেনস্কির কবিতা (১৯৮৯)
  • কাহলিল জিবরানের কবিতা (১৯৯২)
  • সচিত্র প্রেমের কবিতা (২০০০)

পুরস্কার সম্পাদনা

  • ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান গর্ভনর স্বর্ণপদক,
  • হাবিব ব্যাংক সাহিত্য পুরস্কার
  • ১৯৬৯ সালে পাকিস্তান লেখক সংঘ পুরস্কার,
  • ১৯৭০ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সাহিত্য পুরস্কার,
  • ১৯৭৩ সালে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী সম্মাননা পদক,
  • ১৯৮২ সালে কাজী মাহবুবউল্লাহ ও বেগম জেবুন্নেসা স্বর্ণপদক,
  • ১৯৮৫ সালে অলক্ত স্বর্ণপদক ও সাহিত্য পুরস্কার,
  • ১৯৮৬ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক,
  • ১৯৮৯ সালে শেরে বাংলা পুরস্কার,
  • ১৯৯০ সালে আমরা সূর্যমুখী পুরস্কার,
  • ১৯৭৩ সালে বাংলা একাডেমী পুরস্কার,
  • ১৯৯১ সালে একুশে পদক [৩],
  • ১৯৯৩ সালে লোকনাট্যদল স্বর্ণপদক,
  • ১৯৯৪ সালে উইলিয়াম কেরী স্বর্ণপদক, ভারত,
  • ১৯৯৪ সালে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার,
  • ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কার[৪],
  • ১৯৯৭ সালে খালেদ দাদ চৌধুরী সাহিত্য পুরস্কার,
  • ১৯৯৮ সালে সুফী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার,
  • ১৯৯৯ সালে শামসুল হক মালিহা খাতুন পুরস্কার,
  • ১৯৯৯ সালে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী জাতীয় পুরস্কার,
  • ১৯৯৯ সালে কবি জসীমউদ্দীন পুরস্কার,
  • ২০০০ সালে রবীন্দ্র শিল্পী সংস্থার সম্মাননা,
  • ২০০১ সালে থিয়েটার এর সম্মাননা পদক,
  • ২০০১ সালে বিশ্ব বাঙালি সম্মেলন পুরস্কার,
  • ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের সম্মাননা,
  • ২০০১ সালে বঙ্গবন্ধু স্বর্ণপদক,
  • ২০০৩ সালে মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার,
  • ২০০৪ সালে ওয়ার্ল্ড পোয়েট্রি গোল্ডেন অ্যাওয়ার্ড,
  • ২০০৫ সালে নাগরিক নাট্যাঙ্গন সম্মাননা,
  • ২০০৬ সালে বিশ্ব নাটক দিবস সম্মাননা,
  • বৈশাখী নাট্য গোষ্ঠীর গুনীজন সম্মাননা,
  • ভারতের ট্যাগোর পীস অ্যাওয়ার্ড,
  • ২০১০ সালে গীতাঞ্জলি সম্মাননা পদক লাভ করেন।[৫]

পারিবারিক জীবন সম্পাদনা

কবীর চৌধুরী ১৯৪৫ সালের জুন মাসে মেহের কবিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেহের কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন।

মৃত্যু সম্পাদনা

কবীর চৌধুরী ১৩ ডিসেম্বর ২০১১ নয়াপল্টন ঢাকায় নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে মৃত্যু বরণ করেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গুণিজন"। ১৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১১ 
  2. "বাংলা একাডেমি প্রদত্ত অন্যান্য পুরস্কার"banglaacademy.org.bd 
  3. বিডিনিউজ ২৪ ডট কম[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "মন্ত্রিপরিষদ বিভাগ"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১১ 
  5. "দৈনিক সমকাল"। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১১ 
  6. Death of Kabir Chowdhury