কপালাঙ্ক

জীবের মাথার দৈর্ঘ্যের প্রস্থের অনুপাত

কপালাঙ্ক (ইং:Cephalic index ) মানুষের করোটির আকার পরিমাপের একক। নৃতত্ত্ববিদরা কপালঙ্ক ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রাপ্ত বিভিন্ন সময়কার করোটি তুলনা করে থাকেন। ভ্রূ'র ওপর মস্তকের প্রস্থকে দৈর্ঘ্য দিয়ে ভাগ ক'রে ভাগফলকে সঙ্গে ১০০ দিয়ে গুন করলে সে সংখ্যা পাওয়া যায় সেটিই সংশ্লিষ্ট করোটির 'কপালাঙ্ক'।, কপালাঙ্ক কেবল মানুষ নয়, সকল প্রাণির করোটির তুলনামূলক পরিমাপের জন্য ব্যবহৃত হয়।[১][২]

কপালাঙ্ক=(BPD ÷ OFD) × ১০০

কপালঙ্কের ভিত্তিতে করোটির শ্রেণী বিভাজন করা হয়। যেমন:

নারী পুরুষ বৈজ্ঞানিক নাম অর্থ বিকল্প নাম
< ৭৫ < ৭৫.৯ dolichocephalic 'দীঘল মস্তক'
৭৫ থেকে ৮৩ ৭৬ থেকে ৮১ mesaticephalic 'মাঝারি মস্তক' mesocephalic; mesocranial
> ৮৩ > ৮১.১ brachycephalic 'হ্রস্ব মস্তক' brachycranial

তথ্যসূত্র সম্পাদনা

  1. ব্রিটানিকা
  2. সেফালিক ইনডেক্স

আরো পড়ুন সম্পাদনা

  • Spiro, Jonathan P. (২০০৯)। Defending the Master Race: Conservation, Eugenics, and the Legacy of Madison Grant। Univ. of Vermont Press। আইএসবিএন 978-1-58465-715-6lay summary (২৯ সেপ্টেম্বর ২০১০)। 

বহিঃসংযোগ সম্পাদনা