ওডিন (পুরাতন নর্স ভাষায় Óðinn) [১] হল নর্স পুরাণে বর্ণিত প্রধান দেবতা। তার নাম óðr এর সাথে সম্পর্কিত, যার অর্থ হল উত্তেজনা, ক্রোধ, বা কবিতা। ওডিনের প্রধান ভূমিকা জটিল, তিনি জ্ঞান, যুদ্ধ, ও মৃত্যুর দেবতা। তাকে এর পাশাপাশি জাদু, কবিতা, ভবিষ্যতবাণী, জয়, এবং শিকারের দেবতা হিসাবেও গণ্য করা হয়।[১]

ওডিনের তৈলচিত্র.

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Definition of odin | Dictionary.com"www.dictionary.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২