এস্তোনীয় ভাষারুশ ভাষা এস্তোনিয়ার সরকারি ভাষা।[১] এস্তোনীয় ভাষাতে প্রায় দুই-তৃতীয়াংশ লোক এবং রুশ ভাষাতে প্রায় ৩০% লোক কথা বলেন। এছাড়াও এখানে ফিনীয় ভাষা, ইউক্রেনীয় ভাষা, বেলারুশীয় ভাষা, এবং রোমানি ভাষা বা জিপসি ভাষা প্রচলিত।

২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে এস্তোনীয় লোকালয়ে জাতিগত এস্তোনিয়ানদের ভাগ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Estonia Languages"www.familysearch.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা