উইলবার স্মিথ

ব্রিটিশ ঔপন্যাসিক

উইলবার এডিসন স্মিথ (ইংরেজি ভাষায়: Wilbur Addison Smith) (জন্ম: ৯ই জানুয়ারি, ১৯৩৩ - মৃত্যু: ১৩ নভেম্বর, ২০২১) জনপ্রিয় আফ্রিকান ঔপন্যাসিক। তার জন্ম উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোন একটির অন্তর্ভুক্ত হয়ে থাকে। সিরিজগুলো হচ্ছে, কোর্টনি, প্রাচীন মিশরব্যালান্টাইন। ২০১৪ সালের হিসাব অনুযায়ী তার প্রকাশিত ৩৫টি উপন্যাসের ১২ কোটি কপি বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় আড়াই কোটি বিক্রি হয়েছে শুধু ইতালিতে।[১]

উইলবার এডিসন স্মিথ
দ্য কোয়েম্ট বইয়ে স্বাক্ষর করছেন উইলবার স্মিথ
দ্য কোয়েম্ট বইয়ে স্বাক্ষর করছেন উইলবার স্মিথ
জন্ম (1933-01-09) ৯ জানুয়ারি ১৯৩৩ (বয়স ৯১)
ব্রোকেন হিল, উত্তর রোডেশিয়া
মৃত্যু১৩ নভেম্বর, ২০২১
পেশাঔপন্যাসিক
ধরনপ্রাকৃতিক, অ্যাডভেঞ্চার
সঙ্গীডেনিয়েল টমাস ('৯৯-এ মারা যান)
Mokhiniso Rakhimova(১৯৯৯-)
ওয়েবসাইট
http://www.wilbursmithbooks.com/

মৃত্যু সম্পাদনা

১৩ই নভেম্বর, ২০২১, উইলবার স্মিথের ওয়েব সাইটের একটি নিউজ লেটারে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। এখানে জানানো হয় স্মিথ তার ক্যাপ টাউনের বাড়িতে সে দিন সকালে আকস্মিকভাবে মৃত্যু বরন করেন। তার বয়স হয়েছিল ৮৮ বৎসর। [২]

রচনাবলী সম্পাদনা

কোর্টনি সিরিজ সম্পাদনা

  • When the Lion Feeds ১৯৬৪
  • The Sound of Thunder ১৯৬৬
  • A Sparrow Falls ১৯৭৭
  • The Burning Shore ১৯৮৫
  • Power of the Sword ১৯৮৬
  • Rage ১৯৮৭
  • A Time to Die ১৯৮৯
  • Golden Fox ১৯৯০
  • Birds of Prey ১৯৯৭
  • Monsoon ১৯৯৯
  • Blue Horizon ২০০৩
  • The Triumph Of The Sun ২০০৫ (Courtney and Ballantyne)
  • Assegai ২০০৯

প্রাচীন মিশর সিরিজ সম্পাদনা

  • রিভার গড ১৯৯৩
  • দ্য সেভেন্থ স্ক্রল ১৯৯৫
  • ওয়ারলক ২০০১
  • দ্য কোয়েস্ট ২০০৭
  • ডেজার্ড গড ২০১৪
  • ফারাও ২০১৬

প্রাচীন মিশর সিরিজের সমস্ত বইয়ের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে।

ব্যালান্টাইন সিরিজ সম্পাদনা

  • A Falcon Flies aka Flight of the Falcon ১৯৮০
  • Men of Men ১৯৮১
  • The Angels Weep ১৯৮২
  • The Leopard Hunts in Darkness ১৯৮৪
  • The Triumph Of The Sun ২০০৫ (Courtney and Ballantyne)

একক উপন্যাসসমূহ সম্পাদনা

  • The Dark of the Sun ১৯৬৫
  • Shout At the Devil ১৯৬৮
  • Gold Mine aka Gold ১৯৭০
  • The Diamond Hunters ১৯৭১
  • The Sunbird ১৯৭২
  • Eagle in the Sky ১৯৭৪
  • The Eye of the Tiger ১৯৭৫
  • Cry Wolf ১৯৭৬
  • Hungry As the Sea ১৯৭৮
  • Wild Justice ১৯৭৯
  • Elephant Song ১৯৯১

সমালোচনা সম্পাদনা

যদিও বিভিন্ন সম্মানিত ঐতিহাসিক ও পত্রিকাগুলো স্মিথের কাজের প্রশংসা করেন। তার অন্যতম প্রধান সমালোচক মার্টিন হল তার বই জার্নাল অব সাউদার্ন আফ্রিকানস স্টাডিজে বলেন যে, উপন্যাসগুলো আফ্রিকার জাতীয়তাবাদের বিপক্ষে একপাক্ষিক ও অসম দৃষ্টিভঙ্গি ধারণ করে। অন্যান্য দাবীগুলোর মধ্যে রয়েছে, সমকামাভীত, নারীবিদ্বেষ ও জাতিবিদ্বেষের সাথে সাথে রাজনৈতিক এজেন্ডার উপস্থিতি রয়েছে উপন্যাসগুলোতে।[৩][৪][৫]

বহিঃসংযোগ সম্পাদনা

  1. "উইলবার স্মিথ -"। ২৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫ 
  2. ""Legendary novelist Wilbur Smith passes away at THE AGE OF EIGHTY-EIGHT"."। Wilbur Smith Books. 13 November 2021.। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর, ২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "৬০-এর দশকঃবিরুদ্ধে লিখা"। SouthAfrica.info। ১৯ এপ্রিল ২০০১। ৭ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১০ 
  4. "উইলবার স্মিথের গ্যাবুন অ্যাডারের বিষয়ে সাবধান থাকুন" (পিডিএফ)। ২৭ জুন ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১০ 
  5. মার্টিন হল "The Legend of the Lost City; Or, the Man with Golden Balls". জার্নাল অব সাউদার্ন আফ্রিকান স্টাডিজ,ভলিউম ২১, নং ২ (জুন, ১৯৯৫), পৃষ্ঠা ১৭৯-১৯৯।

বহিঃসংযোগ সম্পাদনা