ইরাসমাস ডারউইন

ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক এবং কবি

ইরাসমাস ডারউইন [১](ইংরেজি: Erasmus Darwin) (১২ই ডিসেম্বর, ১৭৩১ - ১৮ই এপ্রিল, ১৮০২) ছিলেন ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, দাস-বাণিজ্য বিলোপকারী, [২] উদ্ভাবক এবং কবি। তিনি অগ্রগামী শিল্পপতি এবং প্রাকৃতিক দার্শনিকদের বিখ্যাত আলোচনা সংঘ লুনার সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ডারউইন-ওয়েজউড বংশের একজন। এই বংশের সবচেয়ে কৃতী সন্তান হলেন চার্লস ডারউইন

জোসেফ রাইটের আঁকা ইরাসমাস ডারউইনের ছবি। ১৭৯২ সালে এই ছবিটি আঁকা হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Hassler, Donald M. (১৯৬৩)। Erasmus Darwin (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা 164। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১ 
  2. Graves, Joseph L (২০০৩)। The Emperor's New Clothes: Biological Theories of Race at the Millennium। পৃষ্ঠা 57। আইএসবিএন 978-0-8135-3302-5। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা