ইন্টারনেট এক্সপ্লোরার

ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট কর্পোরেশনের উদ্ভাবিত এবং এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ১৫ জুন ২০২২ সালে মাইক্রোসফট, ইন্টারনেট এক্সপ্লোরার প্রকল্পের বন্ধ ঘোষণা করে।

ইন্টারনেট এক্সপ্লোরার
স্ক্রীনশট
ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এর স্ক্রিনশট
ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এর স্ক্রিনশট
মূল উদ্ভাবকথমাস রিয়ারডন
উন্নয়নকারীমাইক্রোসফট
প্রাথমিক সংস্করণ১৬ আগস্ট ১৯৯৫; ২৮ বছর আগে (1995-08-16)
স্থিতিশীল সংস্করণ
Windows11.0.1000[১] উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন / 13 ডিসেম্বর 2022
macOS5.2.3[২] উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন / 16 জুন 2003
ইঞ্জিনএমএসএইচটিএমএল (ত্রিশূল), চাক্রা
অপারেটিং সিস্টেমউইন্ডোজ (পূর্বে সমর্থিত: ম্যাক ওএস এক্স, সোলারিজ, এইচপি-ইউএক্স)
প্ল্যাটফর্মআইএ-৩২, এক্স৮৬-৬৪, আরমভি৭, আইএ-৬৪ (পূর্বে সমর্থিত: মীপস, আলফা, পাওয়ারপিসি, ৬৮কে, স্পার্ক, পিএ-আরআইএসসি)
সাথে উপলব্ধ
উত্তরসূরীমাইক্রোসফট এজ
স্ট্যান্ডার্ড (সমূহ)HTML5, CSS3, WOFF, SVG, RSS, Atom, JPEG XR
উপলব্ধ৯৫টি ভাষায়[৩]
ধরন
লাইসেন্সমালিকানা, একটি উইন্ডোজ লাইসেন্স প্রয়োজন[৪]
ওয়েবসাইটmicrosoft.com/ie

ইতিহাস সম্পাদনা

প্রথমে যখন আই-ই (ইন্টারনেট এক্সপ্লোরার) বাজারে ছাড়া হয় তখন এটিকে কিনতে হত। কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন ব্রাউজার বাজারে নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে নতুন মার্কেটিং স্ট্রাটেজি ঠিক করে। যার পরিপ্রেক্ষিতে আই-ই কে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ফ্রি জুড়ে দেয়া হয়। আর এর পর থেকেই শুরু হয় আই-ই এর উত্থান। আই-ই ৬ বাজারে আধিপত্য বিস্তার করে রেখেছিল বহু বছর ধরে। কিন্তু মোজিলা ফায়ারফক্স বাজারে আসার পর এর একক আধিপত্যে চির ধরে। মোজিলা ফায়ারফক্স ওপেন সোর্স বিধায় এর ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়। ট্যাব-ব্রাউজিং এবং বাড়তি নিরাপত্তা আই-ই কে বাধ্য করে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে। আর এই লক্ষ্যে মাইক্রোসফট উদ্ভাবন করে তাদের ব্রাউজারের নতুন ভার্সন ইন্টারনেট এক্সপ্লোরার ৭।

ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন সংস্করণ সম্পাদনা

ইন্টারনেট এক্সপ্লোরার ৭ সম্পাদনা

ইন্টারনেট এক্সপ্লোরার ৭ বিশেষ ফিচার-সমুহঃ

  1. ট্যাব-ব্রাউজিং
  2. সম্প্রসারিত নিরাপত্তা ব্যবস্থা (Extended security system)
  3. সম্প্রসারণযোগ্য অনুসন্ধান ব্যবস্থা (Extensible search system) (ফায়ারফক্স এর মত)
  4. পপ-আপ ব্লকার
  5. ফিড এজেন্ট (লাইভ বুকমার্ক)

দুর্বলতাঃ

  1. বিজ্ঞাপন রোধক (এড ব্লকার) নেই।
  2. ধীর গতিতে কাজ করে।(ডায়াল-আপ ব্যবহারকারীগণ এটা ভালো বুঝতে পারবেন)
  3. প্লাগ-ইন এর অভাব।

এটা সত্যি যে, আই-ই ৭ ফায়ারফক্স এর আগ্রাসন বন্ধ করার জন্যই মাইক্রোসফট এর পক্ষ থেকে পালটা জবাব, কিন্তু অনেকেরই ধারণা ফায়াফক্স এর গ্রোথ রেট এর কাছে আই-ই ৭ শেষ পর্যন্ত টিকতে পারবে না।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Microsoft Update-Katalog"। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০ 
  2. "Mactopia: Download: Internet Explorer 5.2.3 for Mac OS X"। ১৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Internet Explorer 10 for Windows 7 released in 95 languages – Microsoft Language Portal Blog"blogs.technet.microsoft.com 
  4. "Microsoft Pre-Release Software License Terms: Internet Explorer 11 Developer Preview"microsoft.comMicrosoft। সংগ্রহের তারিখ জুলাই ২৭, ২০১৩ 

বহিসংযোগ সম্পাদনা