আহলে কিতাব (আরবি: أهل الكتاب) হচ্ছে সেই সব জাতি যাদের উপর প্রত্যাদেশ সংবলিত ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছিল। এই জাতিগুলো প্রধানত আব্রাহামীয় মতবাদে বিশ্বাসী। মূলত ইহুদিখ্রীস্ট ধর্মাবলম্বী মানুষদের ইসলামীয় দর্শন অনুযায়ী এই অবিধায় ভুষিত করা হয়।[১] কারণ কুরআন অনুসারে ইহুদিদেরকে তাওরাত ও খ্রিষ্টানদেরকে ইনজিল কিতাব দেওয়া হয়েছিল।

মুসলিমদের সাথে সম্পর্ক সম্পাদনা

ইসলামী শরিয়ত অনুযায়ী আহলে কিতাবদের জবাই করা পশুর মাংস খাওয়া হালাল আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা না হলে [২] এবং তাদের মহিলাদের সাথে বৈবাহিক সম্পর্কের অনুমতি আছে।[৩] তবে মুসলিমরা ইহুদী খ্রিষ্টানদের উৎসবে অংশগ্রহণ করে না[৪] এবং তাদের যেসব বিশ্বাস ও রীতিনীতি ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো প্রত্যাখ্যান করে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা