আসাল হ্রদ জিবুতিতে অবস্থিত একটি লবণাক্ত পানির হ্রদ। এটি সমুদ্র সমতলের ১৫৫ মিটার নিচে অবস্থিত এবং আফ্রিকার নিম্নতম বিন্দু।[১] জিবুতির রাজধানী জিবুতি শহর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে আফ্রিকার সবচেয়ে শুষ্ক ও উষ্ণ অঞ্চলে 'আসাল হ্রদ অবস্থিত।[২]

আসাল হ্রদ
অবস্থানAfar Depression
স্থানাঙ্ক11°39′N 42°25′ECoordinates: 11°39′N 42°25′E
ধরনcrater lake
প্রাথমিক অন্তর্প্রবাহsubsurface from the ocean
প্রাথমিক বহিঃপ্রবাহevaporation only
অববাহিকা900 km²
অববাহিকার দেশসমূহজিবুতি
সর্বাধিক দৈর্ঘ্য10 km
সর্বাধিক প্রস্থ7 km
পৃষ্ঠতল অঞ্চল54 km²
গড় গভীরতা7.4 m
সর্বাধিক গভীরতা> 20 m
পানির আয়তন400 million m³
পৃষ্ঠতলীয় উচ্চতা-153 m (-502 ft)
(below sea level)
জনবসতিRanda (25 km northeast)

পৃথিবীপৃষ্ঠের আগ্নেয় কর্মকাণ্ডের ফলে ভূ-পৃষ্ঠের উত্থান পতনের কারণে প্রায় ১০ থেকে ৪০ লক্ষ বছর আগে হ্রদটি বর্তমান রূপ পায়। গবেষণা থেকে দেখা গেছে যে, আরও আগের একটি ভৌগোলিক যুগে হ্রদটি সমুদ্র সমতলে অবস্থিত ছিল। হ্রদের আশেপাশের এলাকায় এখনও ভূমির চ্যুতি ও আগ্নেয় কর্মকাণ্ড বিরাজমান। সর্বশেষ ১৯৭৮ সালে এরকম ঘটনা ঘটেছিল।

লবণাক্ত পানির হ্রদ বলে 'আসাল হ্রদের আশেপাশে কোন বড় লোকালয় বা অর্থনৈতিক কাজকর্ম গড়ে ওঠেনি। অবশ্য সাম্প্রতিক দশকগুলিতে জিবুতিতে শক্তি সরবরাহের উদ্দেশ্যে হ্রদের আশেপাশে কিছু ভূ-উত্তাপ সংগ্রহকারী কূপ খনন করা হয়েছে।[৩]

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Warren, John K. (২৩ ফেব্রুয়ারি ২০০৬)। Evaporites: sediments, resources and hydrocarbons। Birkhäuser। পৃষ্ঠা 280। আইএসবিএন 978-3-540-26011-0। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১১ 
  2. "Microbiological Study of a Hypersaline Lake in French Somaliland" (পিডিএফ)। American Society for Microbiology। ২৫ মে ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১১ 
  3. "Lake Salt Project, Djibouti:Environmental Impact Assessment" (পিডিএফ)। Government of Djibouti:Salt Investment S.A.Z.F। নভেম্বর ২০০৮। পৃষ্ঠা 1–xii, 29। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১১