আম্বালা ক্যান্টনমেন্ট

মানববসতি
(আমবালা ক্যান্টনমেন্ট থেকে পুনর্নির্দেশিত)

আম্বালা ক্যান্টনমেন্ট (ইংরেজি: Ambala Cantt.) ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা জেলার একটি সেনানিবাস শহর।

আম্বালা ক্যান্টনমেন্ট
अम्बाला छावनी
শহর
ব্রিটিশ রাজত্বের সময় আম্বালা ক্যান্টনমেন্টের কাছে গ্রান্ড ট্রাঙ্ক রোড।
ব্রিটিশ রাজত্বের সময় আম্বালা ক্যান্টনমেন্টের কাছে গ্রান্ড ট্রাঙ্ক রোড।
আম্বালা ক্যান্টনমেন্ট হরিয়ানা-এ অবস্থিত
আম্বালা ক্যান্টনমেন্ট
আম্বালা ক্যান্টনমেন্ট
হরিয়ানা, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ৩০°২১′৪৩″ উত্তর ৭৬°৫০′৫৩″ পূর্ব / ৩০.৩৬১৯১৫° উত্তর ৭৬.৮৪৮০৭৭৮° পূর্ব / 30.361915; 76.8480778
দেশ ভারত
রাজ্যহরিয়ানা
জেলাআম্বালা
জনসংখ্যা (২০১১[১])
 • মোট৫৫,৩৭০
ভাষা
 • অফিসিয়ালহিন্দি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে আম্বালা ক্যান্টনমেন্ট শহরের জনসংখ্যা হল ৫৫,৩৭০ জন।[২] এর মধ্যে পুরুষ ৬০.০০৭% এবং নারী ৩৯.৯৩%।

এখানে সাক্ষরতার হার ৯১.২৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৫.০৭% এবং নারীদের মধ্যে এই হার ৮৫.৩২%। হরিয়ানা রাজ্যের সাক্ষরতার হার ৭৫.৫৫%, তার চাইতে আম্বালা ক্যান্টনমেন্ট এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১.৪১% হল ৬ বছর বা তার কম বয়সী।

পরিবহণ সম্পাদনা

রেল সম্পাদনা

আম্বালা ক্যান্টনমেন্ট জংশন উত্তর ভারতের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশন। চারমুখী এই স্টেশন এর পশ্চিমাংশের একটি লাইন উত্তরে কালকা স্টেশন পর্যন্ত ও অপর লাইনটি লুধিয়ানা স্টেশন পর্যন্ত গিয়েছে। পূর্বাংশের একটি লাইন পূর্বে সাহারানপুর ও অপর লাইনটি দক্ষিণে দিল্লি পর্যন্ত গিয়েছে।

আকাশপথে সম্পাদনা

চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর একমাত্র নিকটবর্তী এয়ারপোর্ট।

তথ্যসূত্র সম্পাদনা

  1. [১]
  2. "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১৫