আব্দেলহাফিদ বেঞ্চাব্লা

আলজেরীয় মুষ্টিযোদ্ধা

আব্দেলহাফিদ বেঞ্চাব্লা (জন্ম ২৬শে সেপ্টেম্বর, ১৯৮৬) একজন আলজেরীয় মুষ্টিযোদ্ধা। ২০০৭ সারা-আফ্রিকা গেমসে রৌপ্য পদক লাভ ও ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের যোগ্যতা অর্জন তার জীবনের উল্লেখযোগ্য সাফল্য।

আব্দেলহাফিদ বেঞ্চাব্লা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআব্দেলহাফিদ বেঞ্চাব্লা
জাতীয়তা আলজেরিয়া
উচ্চতা১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
ওজন৮১ কিলোগ্রাম (১৭৯ পা)
ক্রীড়া
ক্রীড়ামুষ্টিযুদ্ধ
ওজন শ্রেণীলাইট হেভিওয়েট
ক্লাবআলজেরিয়ান সেনাবাহিনী
পদকের তথ্য
All-Africa Games
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2007 Algiers Light Heavyweight

কর্মজীবন সম্পাদনা

২০০৭ আরব চ্যাম্পিয়নশিপে তিনি মুরাদ সাহরাউই-এর কাছে সেমিফাইনালে পরাজিত হন। সারা-আফ্রিকা গেমসে তিনি মিশরীয় তারকা রামাদান ইয়াসেরের কাছে ফাইনালে পরাজিত হন।

২০০৮ সালে তিনি প্রাক্তন ওয়েল্টারওয়েট বস্তির সমিরকে পরাস্ত করে বেইজিং অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন।

বহিঃসংযোগ সম্পাদনা