আবদুল্লাতিফ কাশিশ

ফরাসি-তিউনিসীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, ও অভিনেতা

আবদুল্লাতিফ কাশিশ (আরবি: عبد اللطيف كشيش, ফরাসি: Abdellatif Kechiche) (জন্ম: ৭ই ডিসেম্বর, ১৯৬০) একজন তিউনিসীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তার জন্ম তিউনিসিয়ার রাজধানী তিউনিসে হলেও মাত্র ৬ বছর বয়সে বাবা-মা'র সাথে ফ্রান্সের নিস শহরে চলে আসেন। চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন ২০০০ সালের La Faute à Voltaire এর মাধ্যমে। পরবর্তীতে ২০০৮ সালে L'Esquive সিনেমার জন্য ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার সেজার দু সিনেমা (সেজার অ্যাওয়ার্ড) লাভ করেন। তবে এখন পর্যন্ত তার সবচেয়ে বড় সফলতা ২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসবে La Vie d'Adèle সিনেমার জন্য পালমে দোর অর্জন।[১]

আবদুল্লাতিফ কাশিশ
২০১৩-র কান চলচ্চিত্র উৎসবে কাশিশ
জন্ম (1960-12-07) ৭ ডিসেম্বর ১৯৬০ (বয়স ৬৩)
পেশাঅভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৮২-বর্তমান

চলচ্চিত্রসমূহ সম্পাদনা

বছর আসল নাম ইংরেজি নাম ভূমিকা আইএমডিবি রেটিং[২]
২০০০ La Faute à Voltaire Blame it on Voltaire পরিচালক ৬.৮০
২০০৩ L'Esquive Games of Love and Chance পরিচালক, চিত্রনাট্যকার ৬.৮০
২০০৭ La graine et le mulet The Secret of the Grain পরিচালক, চিত্রনাট্যকার ৭.২৯
২০১০ Vénus noire Black Venus পরিচালক, চিত্রনাট্যকার ৬.৭১
২০১৩ La Vie d'Adèle – Chapitre 1 & 2 Blue Is the Warmest Colour পরিচালক ৬.৬২

তথ্যসূত্র সম্পাদনা

  1. আইএমডিবি থেকে তথ্য নিয়ে পরিচিতিটুকু লেখা হয়েছে। আইএমডিবি লিংকটি বহিঃসংযোগ অংশে পাওয়া যাবে।
  2. Filmography by rating for Abdellatif Kechiche, ২৩ জুন ২০১৩ তারিখে সংগৃহীত। বর্তমান রেটিং সামান্য আলাদা হতে পারে।

বহিঃসংযোগ সম্পাদনা