আন্নিয়ান

চলচ্চিত্র

আন্নিয়ান (তামিল: அந்நியன், অনুবাদ 'অপরিচিত') একটি বড় ব্যয়ের বাণিজ্যিক ভাবে সফল তামিল মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর-সহিংসতাবাদী চলচ্চিত্র। এটি হচ্ছে প্রথম ভারতীয় চলচ্চিত্র যেটি ফরাসি ভাষায় ডাব করা হয় এবং সারা পৃথিবী জুড়ে ফরাসি ভাষাভাষী দেশগুলিতে মুক্তি দেওয়া হয়। কলম্বিয়া ট্রাইস্টার ফরাসি ডাবিংয়ের সত্ত্ব অধিগ্রহণ করে।[১][২][৩]

আন্নিয়ান
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকএস. শঙ্কর
প্রযোজকভি রবিচন্দ্রন
রচয়িতা
  • সুজাতা রঙ্গরজন (সংলাপ)
চিত্রনাট্যকারএস. শঙ্কর
কাহিনিকারএস. শঙ্কর
শ্রেষ্ঠাংশে
সুরকারহরিষ জয়রাজ
চিত্রগ্রাহক
  • রবি ভার্মান
  • ভি মনিকন্দন
সম্পাদকভি টি বিজয়ন
প্রযোজনা
কোম্পানি
আছকার ফিল্মস
পরিবেশক
  • আছকার ফিল্মস (তামিলনাড়ু)
  • মেঘা ফিল্মস (অন্ধ্র প্রদেশ)
  • থামিন (কেরালা)
মুক্তি১৭ জুন ২০০৫; ১৮ বছর আগে (2005-06-17)
স্থিতিকাল১৮১ মিনিট
দেশভারত
ভাষাতামিল
আয়প্রা. ৫৭ কোটি

এই চলচ্চিত্রটি ২০০৫ খ্রিষ্টাব্দের ১০ জুন তারিখে মুক্তিলাভ করেছিল এবং খুবই সফল ভাবে তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে ২৪০ দিন এবং কেরালাতে ১৫০ দিন চলেছিল। এই ছবির বাজেট ছিল ২৬৩,৮০০,০০০ টাকা । এটি ছিল ২০০৫ সালের সবথেকে বেশি বাজেটের তামিল চলচ্চিত্র।

এই ছবিটিতে বিশিষ্ট তারকারা বিক্রম, প্রকাশ রাজ এবং বিবেক অভিনয় করেছিলেন, আর নায়িকা হিসেবে ছিলেন সাদা। চলচ্চিত্রটি পরিচালনা করেন এস. শঙ্কর। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেন হরিষ জয়রাজ। চলচ্চিত্রটি তেলুগু ভাষায় ডাবিং করে অপরাচিটিদু এবং হিন্দিতে ডাবিং করে অপরিচিত নামে মুক্তি দেওয়া হয়েছিলো।

আন্নিয়ান ৮টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ জয় করেছিল, তন্মধ্যে ছিলো ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার - তামিল এবং অভিনেতা বিক্রমের ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার - তামিল এবং সঙ্গীতকার হরিষ জয়রাজের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল, এছাড়াও পরিচালক এস. শঙ্কর পেয়েছিলেন সেরা তামিল চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, শঙ্করকে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারও দেওয়া হয়েছিলো।

তথ্যসূত্র

  1. "Man vs. machine"The Hindu (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০০৪। ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪ 
  2. "Nirav and Sabu sign up for Robot!" (ইংরেজি ভাষায়)। সাইফাই। ৯ জানুয়ারি ২০০৮। ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪ 
  3. K. Ramachandran; Sudhish Kamath; S. Vydhianathan (২৮ মার্চ ২০০১)। "Talk of the town"The Hindu (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ